X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চোটের কারণে খেলা হচ্ছে না তামিমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ১৬:৩১আপডেট : ১৭ জুন ২০২১, ১৬:৩২

প্রিমিয়ার টি-টোয়েন্টিতে হাঁটুর চোট নিয়েই খেলছিলেন তামিম ইকবাল। বাড়তি চাপ হয়ে যাচ্ছে দেখে সুপার লিগ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন প্রাইম ব্যাংক অধিনায়ক। ক্লাব সূত্রের পাশাপাশি বিষয়টি নিশ্চিত করেছেন তামিম নিজেও।

তামিম গত কিছুদিন ধরে খেলছিলেন ডান হাঁটুর ব্যথা নিয়ে। কিন্তু বৃহস্পতিবার মিরপুরে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে ম্যাচ খেলে হোটেলের জৈব সুরক্ষা বলয় ছেড়ে বাসায় ফিরে গেছেন। চিকিৎসক তামিমকে বলেছেন, এখন তার বিশ্রাম নেওয়া জরুরি।

এ প্রসঙ্গে তামিম বলেছেন, ‘ডান হাঁটুর মিনিস্কাসে ব্যথা নিয়েই শেষ কয়েকটি ম্যাচ খেলেছি। এখন কঠিন হয়ে যাচ্ছে। চিকিৎসক বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।’

এর ফলে ২ সপ্তাহের পুনর্বাসন শুরু হবে তামিমের। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের আশা জিম্বাবুয়ে সিরিজের আগেই পুরো ফিট হয়ে উঠতে পারবেন, ‘কয়েকদিন বিশ্রামে থাকতে হবে, এর পর পুনর্বাসন শুরু হবে। তখন বলা যাবে, কবে ফেরা সম্ভব। তবে আশা করছি, জিম্বাবুয়েতে প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবো।’

সূচি চূড়ান্ত না হলেও বাংলাদেশের জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা ২৯ জুন। সেখানে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা ৭ জুলাই।

এর আগে ৩ ও ৪ জুলাই দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা। ১৬, ১৮ ও ২০ জুলাই হওয়ার কথা তিন ওয়ানডে। সবগুলো ম্যাচই হবে হারারেতে। এই ভেন্যুতে ২৩, ২৫, ২৭ ও ২৯ জুলাই নির্ধারিত হয়ে আছে চার টি-টোয়েন্টি।

এদিকে সুপার লিগে মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসানের না খেলার গুঞ্জন উঠলেও এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!