X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কাবিটা’র প্রকল্পে শ্রমিকের পরিবর্তে ভেকু!

ফরিদপুর সংবাদদাতা
১৭ জুন ২০২১, ২১:০২আপডেট : ১৭ জুন ২০২১, ২১:১৪

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ২০২০-২০২১ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পে শ্রমিকের পরিবর্তে ভেকু (মাটি কাটার মেশিন) ব্যবহার করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার সাতৈর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য ও প্রকল্পের সভাপতি আলাউদ্দিন মাতুব্বরের বিরুদ্ধে এলাকাবাসী এমন অভিযোগ তুলেছেন।

এলাকাবাসীর অভিযোগ, সাতৈর ইউনিয়নের রামদিয়া গ্রামের রামদিয়া ভিটা থেকে দড়িরামদিয়া মুকাশেরের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য দুই লাখ টাকার প্রকল্প দেওয়া হয়। ওই প্রকল্পের সভাপতি আলাউদ্দিন মাতুব্বর ২০-২৫ দিন আগে বরাদ্দের প্রথম কিস্তির টাকা উত্তোলন করেন। তিনি টাকা উত্তোলন করে শ্রমিকের পরিবর্তে ভেকু দিয়ে ভেকুর মালিকের সঙ্গে টাকার বিনিময়ে চুক্তি করে প্রকল্পের সম্পূর্ণ কাজ শেষ করেন। এই প্রকল্পের আরও দুই কিস্তির টাকা এখন পর্যন্ত উত্তোলন করা হয়নি।

. ভেকুর মালিক কাদিরদী গ্রামের বাসিন্দা মো. লিয়াকত হোসেন বলেন, ‘পুরা রামদিয়া গ্রামের মাটির রাস্তা নির্মাণের জন্য সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান আমাকে টাকার বিনিময়ে চুক্তি দিয়েছিল। আমি ওই রাস্তার সম্পূর্ণ কাজ সাত দিনের মধ্যে ভেকু দিয়ে মাটি কেটে শেষ করেছি। এছাড়াও চেয়ারম্যানের অনেক রাস্তার কাজ আমি ভেকু দিয়ে করে আসছি।’

প্রকল্পের সভাপতি ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলাউদ্দিন মাতুব্বর বলেন, ‘আমি প্রকল্পের সভাপতি হিসেবে প্রকল্পের দুই লাখ টাকার মধ্যে প্রথম কিস্তির টাকা উত্তোলন করেছি। ওই টাকা দিয়ে প্রকল্পের সম্পূর্ণ কাজ ভেকু দিয়ে শেষ করেছি।’

কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পের কাজ শ্রমিকের পরিবর্তে ভেকু দিয়ে কেন করা হলো? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কিছু জানি না, সবকিছু জানেন আমাদের ইউপি চেয়ারম্যান।’

এ বিষয়ে সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবুর রহমান মোল্লা বলেন, ‘ভেকু দিয়ে মাটি কাটার কোনও নিয়ম নেই। শ্রমিক না পাওয়ার কারণে ভেকু দিয়ে মাটি কাটা হয়েছে।’ ভেকু দিয়ে মাটি কাটতে কর্তৃপক্ষের কোনও অনুমতি নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কোনও অনুমতি নেওয়া হয়নি।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পাণ্ডে বলেন, ‘এমন নিয়ম নেই। প্রকল্পের কাজ কীভাবে হয়েছে আমার জানা নেই। প্রকল্পের কাজ ভেকু দিয়ে হয়েছে না শ্রমিক দিয়ে হয়েছে তা আমি খোঁজখবর নেবো।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা