X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

ব্ল্যাক ফাঙ্গাসে চোখ হারালো ভারতের তিন শিশু

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০২১, ২৩:১৪আপডেট : ১৭ জুন ২০২১, ২৩:২০

ভারতে দাপিয়ে বেড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। আক্রান্তের তালিকায় প্রতিদিনই নতুন করে যুক্ত হচ্ছেন অনেকে। বাদ যাচ্ছে না শিশুও। মহারাষ্ট্রে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত তিন শিশুর চোখ অপসারণ করেছে চিকিৎসকরা। শিশুদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ।

মুম্বাইয়ের হাসপাতালে ৪, ৬ এবং ১৪ বছর বয়সী তিন শিশুর অস্ত্রোপচার করা হয়েছে। প্রথম দুই শিশুর ডায়াবেটিস ছিল না। তবে ১৪ বছর বয়সী শিশুটি ডায়াবেটিসে ভুগছিল। করোনা থেকে সুস্থ হয়ে উঠার পর চতুর্থ আরেক শিশুর ডায়াবেটিস দেখা দেয় এবং তার পাকস্থলিতে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়, জানান চিকিৎসকরা।

মুম্বাইয়ের ফোর্টিস হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক ডা. জিসাল শেঠ বলেন, কোভিডের দ্বিতীয় ঢেউয়ে দুটি মেয়ে শিশুকে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হতে দেখেছি। তাদের দু’জনেরই ডায়াবেটিস আছে। ১৪ বছর বয়সী শিশুটি আমাদের কাছে আসার ৪৮ ঘণ্টার মধ্যে তার একটি চোখ কালো হয়ে যায়। ফাঙ্গাস তার নাকেও ছড়িয়ে পড়ে। তবে মস্তিষ্কে পৌঁছায়নি। ছয় সপ্তাহ ধরে তার চিকিৎসা করেছি। তার চোখ ফেলে দিতে হয়েছে।

তিনি আরও জানান, এক মাস আগেও ১৬ বছর বয়সী আরেক শিশু সুস্থ ছিল। সে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিল। তার ডায়াবেটিস ছিল না। পরে তারও তার ডায়াবেটিস শনাক্ত হয়। অ্যানজিওগ্রাফি করে তার পাকস্থলির কাছে রক্তনালীতে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়।

সবচেয়ে ছোট যে শিশুটির ডায়াবেটিস ছিল না,তাকে মুম্বাইয়ের কেবিএইচ বাচুলি অফথালমিক অ্যান্ড ইএনটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই দুই শিশু করোনা সংক্রমিত হয়েছিল। চিকিৎসক শেঠি বলেন, ‘ব্ল্যাক ফাঙ্গাস ওদের চোখে ছড়িয়ে পড়ে, চোখ ফেলে না দিলে ওদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা ছিল।

সূত্র: এনডিটিভি

/এলকে/
সম্পর্কিত
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
ভারতে চালু হতে চলেছে মোবাইল ভোটিং 
সর্বশেষ খবর
সিরিয়ার সঙ্গে কুটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
সিরিয়ার সঙ্গে কুটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
সাঁতারে ৫ ইভেন্টেই ঢাবি সেরা শেখ জামিল
সাঁতারে ৫ ইভেন্টেই ঢাবি সেরা শেখ জামিল
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন