X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

১৩১ জনের মৃত্যুর পরও দ্বিগুণ বসতি

জিয়াউল হক, রাঙামাটি
১৮ জুন ২০২১, ২০:০০আপডেট : ১৮ জুন ২০২১, ২১:৫১

বর্ষা মৌসুম শুরু হলেই রাঙামাটিতে বেড়ে যায় পাহাড় ধসের ঘটনা। পাহাড় ধসে বহু প্রাণহানির ঘটনা ঘটলেও থেমে নেই বসতি স্থাপন। ২০১৭ ও ২০১৮ সালে রাঙামাটির কয়েকটি স্থানে ভয়াবহ পাহাড় ধসে ১৩১ জনের মৃত্যু হলেও সচেতন হয়নি কেউ। উল্টো এসব স্থানে গড়ে উঠেছে দ্বিগুণ বসতি।

জেলা প্রশাসনের তথ্যমতে, পৌর এলাকায় ৩৩টি ঝুঁকিপূর্ণ স্থানসহ পুরো জেলায় ঝুঁকিতে বসবাস করছেন প্রায় ১৫ হাজার মানুষ। এবারের বর্ষায় টানা বৃষ্টিতে ধসের আশঙ্কা রয়েছে। যদিও প্রশাসন বলছে, প্রাণহানি ও ভূমিধস এড়াতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

তবে ঝুঁকি জেনেও পাহাড় ছাড়তে চাইছেন না সেখানকার বাসিন্দারা। তাদের দাবি, নিরুপায় হয়ে পাহাড়ে বসতি গড়ে তুলেছেন। তাদের যাওয়ার জায়গা নেই।

পৌর এলাকায় ৩৩টি ঝুঁকিপূর্ণ স্থানসহ পুরো জেলায় ঝুঁকিতে বসবাস করছে প্রায় ১৫ হাজার মানুষ

খোঁজ নিয়ে জানা যায়, রাঙামাটি শহরের ভেদভেদী, যুব উন্নয়ন এলাকা, মনতলা আদাম, সাপছড়ি, পোস্ট অফিস এলাকা, মুসলিমপাড়া, নতুনপাড়া, শিমুলতলী, মোনঘর, সনাতনপাড়া এলাকায় সবচেয়ে বেশি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এরপরও থেমে থাকেনি এসব স্থানে বসতি স্থাপন। কয়েকবার পাহাড় ধসের ঘটনা ঘটলেও এসব স্থানে দ্বিগুণ বসতি গড়ে উঠেছে। এতে আবারও বড় ধরনের পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। জেলায় তিন হাজার ৩৭৮ পরিবারের প্রায় ১৫ হাজার লোক পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস করছেন।

২০১৭ সালের ১৩ জুন টানা বর্ষণে পাহাড় ধসে ১২০ জন ও ২০১৮ সালের ১১ জুন ১১ জনের মৃত্যু হয়। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় রাঙামাটি শহরসহ বিভিন্ন উপজেলা। বন্ধ হয়ে যায় সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ। প্রাণহানির পাশাপাশি কৃষিজমি ও ঘরবাড়িরও ব্যাপক ক্ষতি হয়। এ ঘটনার পর পাহাড় কাটা ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসের বিষয়টি সামনে এলেও চার বছরেও রোধ করা যায়নি বসতি স্থাপন। তবে নিরাপদ স্থানে পুনর্বাসন করলে যেতে রাজি সাধারণ মানুষ। নিরুপায় হয়ে পাহাড়ে বসবাস করতে হচ্ছে বলে দাবি তাদের।

স্থানীয় মো. আমির হোসেন বলেন, আমরা গরিব মানুষ, দিনমজুরি করে সংসার চালাতে হয়। এরপর বাসা ভাড়া দিয়ে থাকার পরিস্থিতি নেই। তাই কষ্ট করে অল্প টাকায় শিমুলতলী এলাকায় জায়গা কিনে বাসাবাড়ি করে স্ত্রী-সন্তান নিয়ে আছি। ২০১৭ থেকে বেশি বৃষ্টি হলে ভয় করে। তখন আশ্রয়কেন্দ্রে চলে যাই। পাহাড় ছেড়ে আমাদের যাওয়ার জায়গা নেই।

এবারের বর্ষায় টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে

নতুনপাড়া এলাকার আরেক বাসিন্দা মো. আলী হোসেন বলেন, ২০১৭ সালে পাহাড় ধসে আমার বড় ভাই মারা যান। বিপদ জেনেও পাহাড়ে বসবাস করছি। মরলে এখানেই মরবো, আর বাঁচলে এখানেই বাঁচবো। সারা বছর কেউ আমাদের খবর রাখে না। কেউ তো আমাদের জন্য নিরাপদ জায়গার ব্যবস্থা করে দেয় না। আমাদের কথা চিন্তা করার কেউ নেই।

যুব উন্নয়ন এলাকার মনিময় চাকমা বলেন, ২০১৭ সালে পাহাড় ধসে আমার বাড়ির নিচতলায় মাটি ঢুকে এক নারী ভাড়াটিয়া চাপা পড়েন। আমরা সবাই মিলে তাকে উদ্ধার করি। বর্ষা শুরু হলে ভয়ে শরীর থেকে প্রাণটা বের হয়ে যায়। বৃষ্টি শুরু হলে সারা রাত না ঘুমিয়ে জেগে থাকি। কখন কী হয়, সেই চিন্তায়। যে পাহাড় ধসে গিয়েছিল সেটিও নিরাপদ করার জন্য কোনও উদ্যোগ দেখিনি।

মুসলিমপাড়া এলাকার গ্রামপ্রধান মো. মিঠু মিয়া বলেন, সরকার যদি আমাদের অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, পাহাড় ছেড়ে দেবো। আমাদের যাওয়ার জায়গা না থাকায় ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছি।

ঝুঁকি জেনেও পাহাড় ছাড়তে চাইছেন না সেখানকার বাসিন্দারা

তবে সচেতন নাগরিকরা বলছেন, কেবল বর্ষা এলেই তৎপরতা বাড়ে প্রশাসনের। অথচ দীর্ঘদিন ধরে উপেক্ষিত পাহাড় ধসের ঘটনার পর দেওয়া সুপারিশগুলো। পাহাড়ে ঝুঁকিতে যারা বসবাস করছেন তাদের বিষয়ে আইন প্রয়োগে কঠোরতা, রাজনৈতিক উদ্দেশ্য পরিহার ও আগে পাহাড় ধসের ঘটনায় গৃহীত সুপারিশমালা বাস্তবায়ন চায় সুশীল সমাজ।

রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সচেতন করার কাজ করছি আমরা। প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলর অতীতের অভিজ্ঞতা থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় লোকজনকে সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, প্রতি বছর বর্ষা এলেই আতঙ্কে থাকতে হয়। পাহাড়ের ঢালে বসবাসরতদের নিরাপদ স্থানে পুনর্বাসনের মাধ্যমে স্থায়ী সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

২০১৭ সালের ১৩ জুন টানা বর্ষণে পাহাড় ধসে ১২০ জন ও ২০১৮ সালের ১১ জুন ১১ জনের মৃত্যু হয়

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, স্থায়ী সমাধানের যেসব প্রস্তাব ছিল সেগুলো বাস্তবায়নে সময় লাগবে। তবে প্রাণহানি ও ভূমিধস এড়াতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ এলাকায় সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। পৌর এলাকাসহ ১০টি উপজেলায় ব্যাপক প্রচার-প্রচারণা চলছে। বৃষ্টি শুরু হলেই লোকজন যেন আশ্রয়কেন্দ্রে চলে আসে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। পৌর এলাকায় ২৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
বহুতল ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেলো শিশুর
ছাত্রলীগ নেতাকে আটকের খবর শুনে বাবার মৃত্যু
বরগুনায় ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি