X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

স্ত্রী ও দুই সন্তানকে গলা কেটে হত্যা করেন হিফজুর

সিলেট প্রতিনিধি
১৯ জুন ২০২১, ১৭:৫৮আপডেট : ১৯ জুন ২০২১, ১৭:৫৮

সিলেটের গোয়াইনঘাটে দুই সন্তানসহ স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় হিফজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। হিফজুর একাই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৯ জুন) দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

গ্রেফতারের কারণ জানতে চাইলে বিকালে সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, পুলিশ তদন্ত করে নিশ্চিত হয়েছে হত্যাকাণ্ডটি হিফজুর একাই ঘটিয়েছেন। ঘটনার দিন তার ঘরে কেউ প্রবেশ করেনি। কারণ দরজা ভেতর থেকেই বন্ধ ছিল। হত্যাকাণ্ডে ব্যবহৃত যে, বঁটি উদ্ধার করা হয়েছে সেটি তার ঘরের। ওই বঁটি দিয়ে কুপিয়ে দুই সন্তান ও স্ত্রীকে হত্যা করেছেন তিনি।

পুলিশ সুপার আরও বলেন, স্থানীয়রা পুলিশকে জানান, বছরের কোনও একদিন হিফজুর হঠাৎ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যান। এটি তার মানসিক রোগ। এই রোগের চিকিৎসা নেননি তিনি। তবে কেন হিফজুর দুই সন্তান ও স্ত্রীকে হত্যা করেছেন তা রবিবার (২০ জুন) সকালে আদালতে জানাবেন। একই সঙ্গে আদালতে তার রিমান্ড আবেদন করবে পুলিশ।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন বলেন, চিকিৎসাধীন হিফজুর বর্তমানে সুস্থ। রবিবার তাকে ছাড়পত্র দেবেন চিকিৎসকরা। ছাড়পত্র হাতে পাওয়ার পর তাকে আদালতে তোলা হবে। মামলার তদন্তের স্বার্থে তার রিমান্ড চাইবে পুলিশ।

গত বুধবার (১৬ জুন) সকালে গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি গ্রাম থেকে মা ও দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করে পুলিশ। তারা হলেন বিন্নাকান্দি গ্রামের হিফজুর রহমানের স্ত্রী আলিমা বেগম (৩০), তার ছেলে মিজানুর রহমান (১০) ও মেয়ে তানিশা (৩)। এ সময় গুরুতর আহত অবস্থায় হিফজুর রহমানকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হত্যাকাণ্ডের পরই ঘটনাস্থল পরিদর্শনে যান সিলেটের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। একই সঙ্গে সিআইডির ক্রাইম সিন ইউনিটসহ পুলিশের একাধিক ইউনিট ঘটনার তদন্তে মাঠে নামেন। ওই দিন পুলিশ বলেছিল, প্রাথমিকভাবে এ ঘটনায় পারিবারিক বিরোধ দেখছে।

গত মঙ্গলবার (১৫ জুন) দিবাগত রাতের কোনও একসময় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে তাদের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়। এ ঘটনায় বুধবার রাতে নিহত আলিমার বাবা আয়ুব আলী বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।

/এএম/
সম্পর্কিত
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
মাটিরাঙ্গায় ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেফতার
সর্বশেষ খবর
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩
কুমিল্লায় ছাত্রলীগের কমিটি ঘোষণা, শেখ ইনানকে হত্যার হুমকি
কুমিল্লায় ছাত্রলীগের কমিটি ঘোষণা, শেখ ইনানকে হত্যার হুমকি
হলমার্কের এমডি তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
হলমার্কের এমডি তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
পদোন্নতি পেলেন বিএনপির তিন নেতা
পদোন্নতি পেলেন বিএনপির তিন নেতা
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই