X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দ্রুত ত্রাণ বিতরণের নির্দেশ দিলেন বঙ্গবন্ধু

উদিসা ইসলাম
২০ জুন ২০২১, ০৮:০০আপডেট : ২০ জুন ২০২১, ০৮:০০

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ২০ জুনের ঘটনা।)

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের বন্যা উপদ্রুত এলাকায় ত্রাণ ও সাহায্য তৎপরতা ত্বরান্বিত করার নির্দেশ দেন। ১৯৭৩ সালের এদিন তিনি বলেন, দেশের বন্যা কবলিত এলাকাগুলো থেকে দুর্গত জনগণকে উদ্ধার ও তাদের মধ্যে সাহায্য বিতরণ করতে হবে। সংসদ সদস্যদের পরামর্শ অনুযায়ী এবং সিনিয়র অফিসারদের তত্ত্বাবধানে বন্যাদুর্গতদের জন্য ত্রাণ তৎপরতা ত্বরান্বিত করার এ নির্দেশ দেন তিনি।

১৯৭৩ সালের এদিন সকালে গণভবনে পুনর্বাসনমন্ত্রী ও অন্যান্য পদস্থ অফিসারদের সঙ্গে এক জরুরি বৈঠকে বঙ্গবন্ধু দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশ অনুযায়ী বন্যাদুর্গত জনগণ ও গবাদিপশুকে নিরাপদ স্থানে স্থানান্তর করা এবং স্থানীয় জনগণকে নিরাপদ আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জনগণের জন্য অবিলম্বে খাদ্য সরবরাহ এবং সম্ভাব্য রোগ-প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি। উদ্ধারকাজের জন্য স্বেচ্ছাসেবকসহ পরিস্থিতি মোকাবেলায় দেশের বিভিন্ন সংগঠনকে নিয়োজিত করারও নির্দেশ দেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, যেসব এলাকা ইতোমধ্যে বন্যার জলে প্লাবিত হয়েছে সেসব এলাকায় অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে ত্রাণ ও উদ্ধারকাজ জোরদার করতে হবে। উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় অর্থ ও ত্রাণ সামগ্রী ডেপুটি কমিশনার ও মহকুমা অফিসারদের কাছে মজুত রাখা হচ্ছে বলেও জানানো হয়।

দ্রুত ত্রাণ বিতরণের নির্দেশ দিলেন বঙ্গবন্ধু

দুর্গতদের দেখতে যাচ্ছেন দুই মন্ত্রী
দেশের বন্যা উপদ্রুত এলাকাগুলোতে দুর্গতদের অবস্থা সরেজমিনে দেখে আসতে ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী সোহরাব হোসেন ও কৃষিমন্ত্রী আব্দুস সামাদ বিভিন্ন এলাকায় যাচ্ছেন বলে এদিন সংবাদমাধ্যমকে জানানো হয়। তারা বন্যা উপদ্রুত এলাকাগুলোতে গিয়ে শস্য ও বাড়িঘরের ক্ষয়ক্ষতি দেখে আসবেন। ত্রাণমন্ত্রী সোহরাব হোসেন রংপুর ও দিনাজপুরের এবং আব্দুস সামাদ সিলেটের বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শনে যাবেন।

চীন-ভারত যুদ্ধের আশঙ্কা কম
ভারত ও চীনের মধ্যে যুদ্ধের আশঙ্কা খুবই কম। কারণ এই দুই দেশের মধ্যে বাস্তবিক অর্থে কোনও স্বার্থের সংঘাত নেই। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একথা বলেন। কানাডায় সরকারি সফরের তৃতীয় দিনে এক সাংবাদিক সম্মেলনে ভাষণদানকালে শ্রীমতি গান্ধী এসব কথা বলেন।

আলজিয়ার্সে জোট নিরপেক্ষ দেশগুলোর আসন্ন সম্মেলন সম্পর্কে গান্ধী বলেন, উন্নয়নশীল দেশগুলোকে সাধারণ নীতি অনুসরণ করতে হবে। কারণ শিল্পোন্নত দেশগুলো গরিব দেশগুলোর প্রতি তাদের সমর্থনের কথা ঘোষণা করলেও আন্তর্জাতিক ফোরামে তারা ওই দেশগুলোর বিরুদ্ধেই জোট বাঁধে।

দ্রুত ত্রাণ বিতরণের নির্দেশ দিলেন বঙ্গবন্ধু

বর্গী এলো দেশে
নওগাঁ মহকুমার নিয়ামতপুর থানার একটি পুলিশ ফাঁড়ি লুট করা হয়। সশস্ত্র দুস্কৃতিকারী দল ফাঁড়িতে হানা দিয়ে প্রহরীদের নিরস্ত্র করে একটি এলএমজি, তিনটি এসএলআর রাইফেল ও ৬৫০ রাউন্ড গোলাবারুদ নিয়ে চলে যায়। সেদিন রাত পর্যন্ত পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। খবরে জানা যায়, পাবনার সদর মহকুমার সুজানগর থানায় ডাকাতির হিড়িক পড়েছে। প্রায় প্রতি রাতে ডাকাতি হচ্ছে। সুসংগঠিত ও স্বয়ংক্রিয় অস্ত্র সজ্জিত ডাকাতদল নদীপথে এসে ডাকাতি করে নিয়ে যায়। তাদের হাত থেকে অসহায় গ্রামবাসীকে রক্ষার কোনও ব্যবস্থা নেই।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বারবারই দুস্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলে আসছেন। সব ধরনের ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশও দিয়েছিলেন তিনি।

/এফএ/
সম্পর্কিত
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
রাহমানের কণ্ঠে ‘জয় বাংলা’, ভিডিও করলেন মুগ্ধ প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত