X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান হয়েও দলকে জেতাতে পারেননি হাসানুজ্জামান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২১, ১৪:৫৬আপডেট : ২১ জুন ২০২১, ১৫:০৩

‘ইউল্যাব ফেয়ার প্লে কাপ ক্রিকেটে’ ইউল্যাব দলের অধিনায়ক ছিলেন হাসানুজ্জামান। বিশ্ববিদ্যালয় ক্রিকেট খেলেই উত্থান যশোরের এই ক্রিকেটারের। প্রিমিয়ার টি-টোয়েন্টিতে সোমবার তার ব্যাটে জয়ের আশা দেখছিল পারটেক্স স্পোর্টিং ক্লাব। হাসানুজ্জামান ৫২ বলে সেঞ্চুরি (১০৫) করলেও শেষ পর্যন্ত ২৩ রানে ওল্ড ডিওএইচএসের কাছে হেরে গেছে পারটেক্স। এই জয়ের পর ওল্ড ডিওএইচএসের রেলিগেশন ঠেকানোটা অনেকটাই সহজ হয়ে গেলো। তবে মঙ্গলবার ওল্ড ডিওএইচএস ও লেজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচেই নির্ধারিত হয়ে যাবে রেলিগেশন এড়াবে কারা।

বিকেএসপিতে অনুষ্ঠিত রেলিগেশন লিগের প্রথম ম্যাচটিতে মুখোমুখি হয় ওল্ড ডিওএইচএস ও পারটেক্স। টস জিতে ব্যাটিং করতে নামা ওল্ড ডিওএইচএসের ওপেনিং জুটি ৬০ রান তোলে। ৩৪ রানে আনিসুল ইসলাম ইমন ফিরে যাওয়ার পর দ্রুত বিদায় নেন মাহমুদুল হাসান জয় (৫)। এর পর তৃতীয় উইকেটে রাকিন আহমেদ ও মোহাইমিনুল খান অবিচ্ছিন্ন ১৩১ রানের জুটি গড়েন। তাতেই নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৯ রানের বিশাল সংগ্রহ পায় ওল্ড ডিওএইচএস। ৫৮ বলে ১১ চার ও ৩ ছক্কায় ৯২ রানের ইনিংস খেলেছেন রাকিন। অন্যদিকে মোহাইমিনুল ৩৫ বলে খেলেছেন ৫০ রানের ইনিংস।

পারটেক্সের বোলারদের মধ্যে জুবায়ের হোসেন একটি উইকেট নিয়েছেন।

২০০ রানের লক্ষ্যে খেলতে নামা পারটেক্স রানের খাতা খোলার আগেই টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে হারায়। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পারটেক্সকে একাই টেনে তোলার চেষ্টা করেন হাসানুজ্জামান। ঘরোয়া ক্রিকেটে কুড়ি ওভারের ফরম্যাটে দ্রুততম সেঞ্চুরি তোলার রের্ডটি ছিল যুববিশ্বকাপজয়ী ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমনের। সোমবার ৪৮ বলে সেঞ্চুরি করে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান হয়ে যান হাসানুজ্জামান। ৫২ বলে ১১ চার ও ৭ ছয়ে ১০৫ রানের ইনিংস খেলেছেন। মাইফলফকের দিনে পারটেক্সের আরও কেউ দাঁড়াতে না পারায় ওল্ড ডিওএইচএসের দেওয়া ২০০ রানের কাছেই যেতে পারেননি হাসানুজ্জামান। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে আব্বাস মূসার (৩২) ব্যাট থেকে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রানে থামে পারটেক্স। দলটি এখন পর্যন্ত চলমান টুর্নামেন্টে একটি ম্যাচও জিততে পারেনি! বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া একটি ম্যাচ থেকে কেবল এক পয়েন্ট নিতে পেরেছে।

ওল্ড ডিওএইচএসের বোলারদের মধ্যে আব্দুর রশিদ ৩৪ রানে তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া রাকিবুল হাসান ও আসাদুজ্জামান পায়েল দুটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক