X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

বাবা, মা ও বোনকে হত্যা: মেহজাবিনের স্বামী রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২১, ১৬:৩২আপডেট : ২১ জুন ২০২১, ১৬:৩২

রাজধানীর কদমতলীতে বাবা, মা ও বোনকে হত্যা মামলার অভিযুক্ত মেহজাবিন মুনের স্বামী স্বামী শফিকুল ইসলামের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার(২১ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত রিমান্ডের এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা এদিন শফিকুল ইসলামকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত আসামিকে জিজ্ঞেস করেন তার কোনও বক্তব্য আছে কিনা। আসামি নিজেকে নির্দোষ দাবি করেন বিচারকের কাছে। পরে আদালত আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রবিবার (২০ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত তার স্ত্রী মেহজাবিনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, শুক্রবার (১৮ জুন) দিবাগত রাতে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে শ্বাসরোধ করে বাবা মাসুদ রানা, মা মৌসুমী ও বোন জান্নাতুলকে হত্যা করে মেহজাবিন। এরপর শনিবার (১৯ ‍জুন) সকাল ৮টায় মেহজাবিন ৯৯৯-এ ফোন করে জানায়, সে তার বাবা, মা ও বোনকে খুন করেছে। তাদের যেন দ্রুত উদ্ধার করা হয়। আর দেরি হলে তার স্বামী এবং সন্তানকেও খুন করে ফেলবে সে। পরবর্তীতে কদমতলি থানাকে এ বিষয়টি অবহিত করা হলে, পুলিশ গিয়ে কদমতলীর ওই বাসা থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহজাবিন তার বাবা মা ও বোনকে হত্যার দায় স্বীকার করেছে। তবে অনৈতিক সম্পর্কের জেরে ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডের পেছনে আরও কোনও কারণ লুকিয়ে আছে কিনা এ বিষয়টিও খতিয়ে দেখছেন পুলিশ কর্মকর্তারা। এ ঘটনায় আর কারও জড়িত থাকার প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।

ওই ঘটনায় শনিবার (১৯ জুন) রাতে মামলা দায়ের করেন হত্যাকাণ্ডের শিকার মাসুদ রানার ভাই সাখাওয়াত হোসেন।

/এমএইচজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ