X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চীনের একটি টিকা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিলো বিএমআরসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২১, ০১:২৬আপডেট : ২৪ জুন ২০২১, ০১:২৯

চীনের একটি টিকা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিয়েছে বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল-বিএমআরসি। চীনের ইনস্টিটিউট অব মেডিক্যাল বায়োলজি অব দ্য চাইনিজ একাডেমি অব মেডিক্যাল সায়েন্স করোনাভাইরাসের এই টিকা উদ্ভাবন করেছে। সংক্ষেপে একে আইএমবি ক্যাম্পস বলা হচ্ছে। এই টিকা ১৮ বছর বা তার ঊর্ধ্ব বয়সীদের দেওয়া হবে।

বাংলাদেশে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগের কাজ করবে আইসিডিডিআর,বি। আইসিডিডিআর,বি আইএমবি ক্যাম্পসের সিআরও (ক্লিনিক্যাল রিসার্চ অরগানাইজেশন) হিসেবে কাজ করছে।

বুধবার (২৩ জুন) আইসিডিডিআর,বি’র জ্যেষ্ঠ বিজ্ঞানী ডা. ফেরদৌসী কাদরীকে চীনের এই টিকার পরীক্ষামূলক প্রয়োগের সাময়িক অনুমোদন দিয়ে চিঠি পাঠিয়েছে বিএমআরসি।

বিএমআরসির পরিচালক অধ্যাপক ডা. মো. রুহুল আমিন বুধবার বলেন, ‘আইসিডিডিআর,বি এই টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রটোকল জমা দিয়েছিল। সে অনুযায়ী তাদের অনুমতি দেওয়া হয়েছে।’ ন্যাশনাল এথিকস কমিটি তাদের আবেদন যাচাই বাছাই করেছে বলে জানান তিনি।

গত ১৬ জুন বিএমআরসি জানিয়েছিল, বাংলাদেশের বঙ্গভ্যাক্স এবং চীন ও ভারতের আরও দুটি টিকার পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি চাওয়া হয়েছে। এগুলো অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে অনুমতি দেওয়ার আগে গ্লোব বায়োটেককে কিছু শর্ত দেওয়ার কথা জানিয়েছিল বিএমআরসি।

গ্লোব বায়োটেকের টিকা বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নে ডা. মো. রুহুল আমিন বলেন, ‘গ্লোব বায়োটেককেও এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে।’ তিনি বলেন ‘আমরা যে জিনিসগুলো যেভাবে চাচ্ছি, উনাদের তা জানানো হয়েছে।’

বাংলাদেশে ইতোমধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, স্পুটনিক ভি, সিনোফার্ম, ফাইজার-বায়োএনটেক, সিনোভ্যাক এবং জনসনের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।

গত ২৭ ফেব্রুয়ারি প্রথম অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার পরীক্ষামূলক প্রয়োগ হয়। ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে গণটিকাদান কর্মসূচির আওতায় এই টিকা ব্যবহার শুরু করে সরকার। এ পর্যন্ত এক কোটি ডোজের বেশি অক্সফোর্ডের টিকা প্রয়োগ হয়েছে।

গত ২৫ মে চীনের সিনোফার্মের টিকার পরীক্ষামূলক প্রয়োগ হয়। গত ১৯ জুন সারাদেশে এই টিকা দেওয়া শুরু হয়েছে। দেশে এ পর্যন্ত ১১ লাখ ডোজ টিকা এসেছে চীন সরকারের উপহার হিসেবে।

কোভ্যাক্স সহায়তা থেকে ফাইজার-বায়োএনটেকের এক লাখ ৬২০ ডোজ টিকা এসেছে গত ৩১ মে। ২১ জুন ঢাকার তিনটি কেন্দ্রে ফাইজারের টিকার পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে।

 

/জেএ/আইএ/
সম্পর্কিত
করোনা শনাক্তের হার ৮ শতাংশ ছাড়ালো
দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত
দ্রুত করোনার টিকা দেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি