X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কোম্পানীগঞ্জে ঘরে ঢুকে মা-ছেলেসহ সাংবাদিককে কুপিয়ে আহতের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
২৪ জুন ২০২১, ১৭:২৪আপডেট : ২৪ জুন ২০২১, ১৭:২৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহাজাতপুর গ্রামের কবিরাজ বাড়িতে এক সাংবাদিককে তার মা ও ছেলেসহ সন্ত্রাসীরা কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর পৌনে ১টায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীরা এ হামলা চালিয়েছে বলে ওই সাংবাদিকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে।

আহতরা হলেন- সাংবাদিক প্রশান্ত সুভাষ চন্দ্র (৪৭), তার মা বেবী রাণী (৬৫) ও ছেলে রন্টু চন্দ (২০)। প্রশান্ত সুভাষ চন্দ্র দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি ও আঞ্চলিক অনলাইন পোর্টাল চলমান সময়ের প্রধান প্রতিবেদক এবং একই এলাকার কবিরাজ বাড়ির স্বপন কুমারের ছেলে।

সাংবাদিকের মা বেবী রাণী ও ছোট ভাই প্রজিত সুভাষ চন্দ্র অভিযোগ করে বলেন, গত পাঁচ মাস ধরে কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে চলমান দ্বন্দ্বে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এই সময় সুভাষের ফেসবুক স্ট্যাটাস এবং সংবাদ পরিবেশন নিয়ে সেতুমন্ত্রীর ছোট ভাই আবদুল কাদের মির্জা তার ওপর ক্ষুব্ধ ছিলেন। কিছু দিন আগে একটি সমাবেশে বক্তৃতাকালে প্রকাশ্যে সুভাষকে হাঁটুর নিচে ভেঙে দেওয়ার জন্য তার অনুসারীদের নির্দেশ দেন মির্জা কাদের।

তারা জানান, আজ দুপুর পৌনে ১টায় সুভাষ তার বসত ঘরের সামনের কক্ষে একা শুয়ে ছিলেন। এ সময় মির্জা কাদেরের অনুসারী কেচ্ছা রাসেল, পিচ্ছি মাসুদ, টুটুল মজুমদার ও ইমনের নেতৃত্বে ৪০-৪৫ জন অস্ত্রধারী হঠাৎ এসে হামলা চালায়। এ সময় তারা সুভাষকে লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে বাম হাতের দুটি অংশে ভেঙে দেয় এবং মাথায় ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। মা এবং ছেলে তাকে বাঁচাতে এলে তাদেরকেও বেধড়ক পেটানো হয়। এক পর্যায়ে তাদের পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে, সন্ত্রাসীরা স্থান ত্যাগ করে। পরে স্বজনরা সুভাষকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান।

এ বিষয়ে জানতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ফোনে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তার এক অনুসারী ফোন রিসিভ করে জানান, উনি বিশ্রামে আছেন।

ঘটনার পরপরই নোয়াখালী জেলা ও কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা সুভাষের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একইসঙ্গে এ ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
‌শব্দ বোমাবাজ সেফুদা নোয়াখালীর আওয়ামী লীগকে ধ্বংস করেছে: এমপি একরাম
সেন্টমার্টিনে ইউরেনিয়ামের খনি আছে: কাদের মির্জা
‘সেন্টমার্টিনে বোমা বানানোর সব জিনিস আছে, তাই আমেরিকার চোখ পড়েছে’
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা