X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

৪ মাস পর হাসপাতাল ছাড়লেন ৮০ বছরের রাবেয়া বেগম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২১, ২১:৫৪আপডেট : ২৪ জুন ২০২১, ২২:১৮

চার মাস আগে করোনায় সংক্রমিত হয়েছিলেন ৮০ বছর বয়সী রাবেয়া বেগম। কুমিল্লার এই বৃদ্ধা আক্রান্ত হওয়ার পর শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়েন। অবস্থা জটিল হতে শুরু করলে তাকে নিয়ে আসা হয় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে। চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমকে সফল করে রাবেয়া বেগম আজ বৃহস্পতিবার (২৪ জুন) হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, বাড়ি ফিরেছেন হাসিমুখে।

রাবেয়া বেগমের এই বাড়ি ফেরা তার চিকিৎসকদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। তার কিছুটা আভাস পাওয়া গেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। রাবেয়া বেগমকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানাচ্ছেন চিকিৎসকরা- এমন একটি ছবি পোস্ট করেছেন হাসপাতালটি রেজিস্ট্রার ডা. ফরহাদ হাছান চৌধুরী মারুফ। আর সেই পোস্টে রাবেয়া বেগমকে অভিনন্দনের পাশাপাশি তাকে চিকিৎসা দেওয়া পুরো চিকিৎসক টিমকে অভিনন্দন জানাচ্ছেন অনেকেই।

পোস্টের নিচে মুগদা জেনারেল হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আবু সাঈদ শিমুল চিকিৎসকদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘ফুলেল শুভেচ্ছা চিকিৎসকদেরও। ক্রিটিক্যাল এবং কমপ্লিকেটেড রোগীদের ক্ষেত্রে চিকিৎসকরাই অনেকে ক্ষেত্রে হাল ছেড়ে দেন, রোগীরা হন অবহেলার শিকার। সেক্ষেত্রে অসাধারণ কাজ করেছেন সবাই। অভিনন্দন সকলকে।’

‘এই নিউজগুলা কখনো মিডিয়ায় আসবে না’ মন্তব্য করে আরেক চিকিৎসক জাবেদ মিনহাজ সিদ্দিকী লিখেছেন, ‘অথচ এই একটি নিউজ অজস্র কোভিড রোগীকে আশার আলো দেখাতে পারতো’।

গত বছর ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত তিন রোগীর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। তার ঠিক ১০ দিন পর প্রথম রোগীর মৃত্যু হয়। প্রথম যে ব্যক্তি মারা যান তিনি ছিলেন ৭০ বছর বয়সী। দেশে মহামারী শুরুর পর থেকে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ হাজার ৮৬৮ জন। তাদের মধ্যে অর্ধেকেরও বেশি ষাটোর্ধ্ব। সাত হাজার ৮২০ জন ষাটোর্ধ্ব মানুষ করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বয়স্ক কিংবা ষাটোর্ধ্বরা সবসময়েই করোনাতে আক্রান্ত হলে তাদের মৃত্যু বেড়ে যায় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সে হিসাবে চারমাস হাসপাতালে চিকিৎসা নিয়ে রাবেয়া বেগমের বাড়ি ফেরা আশার আলো দেখায়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, রাবেয়া বেগম হাসপাতালে যখন ভর্তি হন তখন তার অক্সিজেনের মাত্রা ছিল ৫১ শতাংশ। ভর্তির পর থেকেই তার হাইফ্লো অক্সিজেনের দরকার হয়। হাসপাতালের ৮০২ নম্বর ওয়ার্ডে তাকে দুই মাসেরও বেশি সময় এই হাইফ্লো অক্সিজেনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রায় সাড়ে তিনমাস এই রোগীর বিভিন্ন মাত্রার অক্সিজেন প্রয়োজন হয় জানিয়ে সূত্রটি আরও জানায়, মারাত্মক কোভিড নিউমোনিয়ার পাশাপাশি তিনি হাসপাতালে ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হন এবং তার পুরা শরীরে সংক্রমণ ছড়িয়ে পারে।

চিকিৎসকরা একসময় তার বেঁচে থাকার আশা ছেড়েই দিয়েছিল বলে জানালেন খোদ ডা. ফরহাদ হাছান চৌধুরী। তিনি বলেন, ‘কিন্তু সব আশঙ্কাকে মিথ্যা প্রমাণ করে এবং ৮০২ নম্বর ওয়ার্ডের চিকিৎসক, নার্সসহ সব স্বাস্থ্যকর্মীদের পরিচর্যায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। আজ দীর্ঘ চার মাস পর নিজের বাড়ি ফিরছেন রাবেয়া বেগম।’

‘এটাতে অবশ্যই অনেক ভালো লাগার একটি বিষয় ঘটেছে আজ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে’ মন্তব্য করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, দূরদূরান্ত থেকে রোগীরা অনেক জটিল অবস্থায় এই হাসপাতালে আসেন অনেক আশা নিয়ে। আর তারা যখন সুস্থ হয়ে বাড়ি যান- সেটা নিঃসন্দেহে ভালো লাগে।

রোগীরা সুস্থ যখন বাড়ি যাওয়ার সময় চিকিৎসকসহ অন্যদের দোয়া করে যান- সেটাই চিকিৎসকদের প্রশান্তি এবং চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের জন্য এরচেয়ে বড় কিছু নেই বলেও মনে করেন ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

/জেএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!