X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

চিকিৎসকদের ত্রুটিপূর্ণ বদলির আদেশ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২১, ২১:৪৬আপডেট : ০৬ জুলাই ২০২১, ২১:৪৬

বদলি আদেশে যেসব চিকিৎসকের পদায়নে ত্রুটি রয়েছে, সেই সব ত্রুটিপূর্ণ বদলির আদেশ স্থগিত করেছে সরকার। মঙ্গলবার (৬ জুলাই) এ আদেশ জারি করে চিকিৎসকদের, বিশেষ করে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বা স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তাদের সংযুক্তি আদেশ বাস্তবায়ন জটিলতা নিরসনে নতুন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার রাতে এই নির্দেশনা জারি করা হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব আবু রায়হান মিয়ার সই করা নির্দেশনায় বলো হয়, ‘স্বাস্থ্যসেবা বিভাগের গত ০৪/০৭/২০২১ এবং ০৫/০৭/২০২১ তারিখের বিভিন্ন স্মারকে কোভিড রোগীদের সেবা প্রদানের জন্য সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের চিকিৎসকদের বিভিন্ন পর্যায়ের হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হয়। তথ্যগত অপ্রতুলতার কারণে এই সংযুক্তি আদেশগুলোতে নিম্নরূপ চিকিৎসকদেরও পদায়ন করা  হয়ে থাকতে পারে:

ক. আরটিপিসিআর ল্যাবসহ অন্যান্য ল্যাব কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত চিকিৎসক।                                                                     

খ. কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত চিকিৎসক।                                                                          

গ. মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগের একমাত্র চিকিৎসক, যিনি শিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত।

এছাড়াও চিকিৎসকদের বর্তমান কর্মস্থলের বিষয়েও তথ্যগত ভুল থাকার কারণে কোনও কোনও ক্ষেত্রে আদেশ ত্রুটিপূর্ণ হয়ে থাকতে পারে।

ঘ. বর্ণিত কারণে সংযুক্তি আদেশ বাস্তবায়নে জটিলতা থাকলে সংশ্লিষ্ট চিকিৎসকদের আদেশ বাস্তবায়ন স্থগিত রেখে আগামী ০৮/০৭/২০২১ তারিখের মধ্যে সুস্পষ্ট কারণ উল্লেখপূর্বক তাদের তালিকা এ বিভাগের পার-১ অধিশাখার ই-মেইলে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আদেশে যেসব চিকিৎসককে বদলি বা পদায়ন করা হয়েছে, বদলিকৃত সেই তালিকায় কয়েকজন চিকিৎসকের নাম রয়েছে, যারা অনেক আগেই সরকারি চাকরি থেকে অবসরে গেছেন। আবার কেউ কেউ মারাও গেছেন। তাদের সেই তালিকা সংশোধন করতেই এই  নির্দেশনা জারি করা হয়েছে বলে জানা গেছে।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
হাসপাতালে এসে যুগ্ম সচিব দেখলেন সব লিফট নষ্ট, অকেজো রোগ পরীক্ষার মেশিন
স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনে মন্ত্রণালয়ের আর্থিক অনিয়মের চিত্র
‘সোয়াপ ট্রান্সপ্ল্যান্ট’ চালুর কথা ভাবছে সরকার 
সর্বশেষ খবর
ট্যারিফ, নন-ট্যারিফ বাধা দূরীকরণে জোর
ভিয়েতনাম-বাংলাদেশ বিজনেস ফোরাম ২০২৫ট্যারিফ, নন-ট্যারিফ বাধা দূরীকরণে জোর
সেরা সাঁতারুর খোঁজে চট্টগ্রামে ভালো সাড়া
সেরা সাঁতারুর খোঁজে চট্টগ্রামে ভালো সাড়া
ঘটনাস্থলে না থেকেও মামলার আসামি হওয়ার অভিযোগ দিনমজুরের, সংবাদ সম্মেলন
ঘটনাস্থলে না থেকেও মামলার আসামি হওয়ার অভিযোগ দিনমজুরের, সংবাদ সম্মেলন
অভিযান চালিয়ে ব্যাটারিচালিত রিকশা ভাঙায় বিক্ষোভ সমাবেশের ডাক
অভিযান চালিয়ে ব্যাটারিচালিত রিকশা ভাঙায় বিক্ষোভ সমাবেশের ডাক
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ