X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

কুড়িগ্রামে লকডাউন বাস্তবায়নের পাশাপাশি ত্রাণ বিতরণ করবে সেনাবাহিনী

কুড়িগ্রাম প্রতিনিধি
০৭ জুলাই ২০২১, ১৭:২২আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৭:২৭

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে কুড়িগ্রামের স্থানীয় প্রশাসনকে সহায়তা করছে সেনাবাহিনী। ১ জুলাই থেকে শুরু হওয়া এই লকডাউন কার্যকরে জেলার বিভিন্ন উপজেলায় নিজেদের টহল বজায় রেখেছে বাহিনীটি। পাশাপাশি জেলার দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী।

সড়ক, দোকানপাটসহ বিভিন্ন স্থানে বিধিনিষেধ বাস্তবায়নে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাবাহিনী কার্যক্রম পরিচালনা করছে বলে জানান কুড়িগ্রামে টহল ও আভিযানিক দায়িত্বে থাকা বাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. মিজান-উর-রশীদ ভূঁইয়া।

সেনাবাহিনী জানায়, লকডাউন বাস্তবায়নে রংপুর সেনানিবাসের ৭২ পদাতিক ব্রিগেডের ৩০ ব্যাটালিয়ন কুড়িগ্রামে দায়িত্ব পালন করছে। জেলার সদর, উলিপুর, চিলমারী, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী, ফুলবাড়ী ও রাজারহাট উপজেলায় টহল কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষদের মাঝে মাস্ক বিতরণ করছে সেনাবাহিনী। পাশাপাশি করোনাভাইরাসের সংক্রমণের ভয়াবহতা ও এর ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের মাঝে প্রচারণাও চালাচ্ছেন সেনা সদস্যরা।

এদিকে জেলার দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের পরিকল্পনা নিয়েছে সেনাবাহিনী। আগামী ৯, ১৩ ও ১৭ জুলাই যথাক্রমে সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলার ধরলা ও তিস্তা অববাহিকার তিনশ’ পরিবারের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হবে বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. মিজান-উর-রশীদ ভূঁইয়া বলেন, ‘কুড়িগ্রামে যেহেতু নিম্ন আয়ের মানুষের সংখ্যা বেশি এবং প্রতিবছর বন্যাকবলিত হয়ে পড়ে, সেজন্য আমরা প্রতিবছরের মতো এবারও ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছি। সেনাবাহিনী নিজেদের উদ্যোগে দুস্থ পরিবারগুলো বাছাই করে এসব ত্রাণ বিতরণ করবে।’

তিনি জানান, ৩০ বীর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হেদায়েতুল ইসলামের তত্ত্বাবধায়নে সেনাবাহিনী এসব মানবিক ও জনস্বার্থমূলক কার্যক্রম পরিচালনা করছে।

/এমএএ/
সম্পর্কিত
প্রথমবার লকডাউন চীনের বাণিজ্যিক শহর সাংহাই
প্রথমবারের মতো লকডাউনে কিরিবাতি
একজনের ওমিক্রন শনাক্তের পর পুরো বিল্ডিং লকডাউন
সর্বশেষ খবর
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’