X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অবৈধ ১৩৮ নিয়োগ: আগের প্রতিবেদনের ব্যবস্থা না নিয়ে নতুন কমিটি

রাবি প্রতিনিধি
১০ জুলাই ২০২১, ১৯:২০আপডেট : ১০ জুলাই ২০২১, ১৯:২০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের শেষ কর্মদিবসে দেওয়া নিয়োগে অস্বচ্ছতা, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনৈতিক লেনদেন তদন্তে ফের চার সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২৮ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত পত্রে এ কমিটি গঠন করা হয়।

এর আগে গত ৬ মে বিদায়ী উপাচার্যের দেওয়া নিয়োগের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল শিক্ষা মন্ত্রণালয়। এতে ইউজিসির সদস্য অধ্যাপক আলমগীর হোসনেকে আহ্বায়ক করা হয়। এছাড়া ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ জামিলুর রহমানকে সদস্য সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মো. আবু তাহের, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ যুগ্ম সচিব জাকির হোসেন আখন্দকে সদস্য করা হয়। তদন্ত কমিটি ২৩ মে প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে। তবে প্রতিবেদন জমা দেওয়ার এক মাসেও কোনও ব্যবস্থা নেয়নি শিক্ষা মন্ত্রণালয়।

সর্বশেষ গত ২৮ জুন ফের চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে মন্ত্রণালয়। তবে নতুন কমিটিতে আলমগীর হোসনেকে বাদ দিয়ে তার স্থলে ইউজিসির আরেক সদস্য অধ্যাপক দিল আফরোজকে আহ্বায়ক করা হয়। এছাড়া আগের কমিটির তিন সদস্যকে নতুন কমিটিতে রাখা হয়েছে।

নতুন কমিটি সংক্রান্ত একটি চিঠি বাংলা ট্রিবিউনের হাতে এসেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুস সোবহানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ইতোপূর্বে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতিবেদনে উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ কার্যক্রমসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ১০ ডিসেম্বর পত্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার জন্য উপাচার্যকে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু উপাচার্য শেষ কর্মদিবসে নির্দেশনা উপেক্ষা করে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেন।’

পত্রে আরও উল্লেখ করা হয়, ‘বিদায়ী উপাচার্য কর্তৃক জনবল নিয়ােগের ক্ষেত্রে অস্বচ্ছতা, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনৈতিক আর্থিক লেনদেনের বিভিন্ন অভিযােগ উত্থাপিত হওয়ায় তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য উল্লেখিত কর্মকর্তাদের সমন্বয়ে কমিটি পুনর্গঠন করা হলো। নতুন কমিটিকে নিয়োগের ক্ষেত্রে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা যাচাই, ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আগামী সাত কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়।’

এ বিষয়ে কমিটির সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ জামিনুর রহমান বলেন, করোনার কারণে তদন্ত কাজ শুরু করা সম্ভব হয়নি। যতটুকু জেনেছি, তদন্তের সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। নতুন কমিটি গঠনের বিষয়টি আমার জানা নেই।

/এএম/
সম্পর্কিত
বিনোদপুরে সংঘর্ষের ১ বছর: তদন্তের ফাইল ‘লাপাত্তা’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের ওপর হামলা
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, মোকাবিলায় কী করছে ডিএনসিসি
ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, মোকাবিলায় কী করছে ডিএনসিসি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি