X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষকের বিরুদ্ধে প্রতিবন্ধী শিশুর হাত ঝলসে দেওয়ার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
১৪ জুলাই ২০২১, ২৩:২৪আপডেট : ১৪ জুলাই ২০২১, ২৩:৩৫

গাজীপুরের শ্রীপুরে এক শিক্ষকের বিরুদ্ধে আগুনের ছ্যাঁকা দিয়ে মানসিক ভারসাম্যহীন শিশুর (১০) হাত ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার (১২ জুলাই) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা গ্রামে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত মাঈন উদ্দিন নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ভুক্তভোগী প্রতিবন্ধী বিল্লাল হোসেন মিলন (১০) একই গ্রামের বুলবুলের ছেলে। সে বুদ্ধি প্রতিবন্ধী এবং স্বাভাবিকভাবে কথা বলতে পারে না।

মিলনের মা নাছিমা আক্তার জানান, গত সোমবার দুপুরে বাড়ি নির্মাণের কাজ করছিলেন মাঈন উদ্দিন। এসময় মিলন সেখানে যায়। এক পর্যায়ে মাঈনের বাড়ির পাশে রাখা বালির উপর উঠে খেলতে শুরু করে মিলন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মাঈন। তিনি মিলনকে মোড়ের রফিজ উদ্দিনের চায়ের দোকানের সামনে নিয়ে জ্বলন্ত লাকড়ির ছ্যাঁকা ডান হাত ঝলসে দেন। শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে লবণ ও পানি ক্ষত স্থানে লাগিয়ে বাড়ি পাঠিয়ে দেন।

ঘটনার সময় ওই দোকানে বসে চা পান করছিলেন জুলহাস উদ্দিন ও আব্দুল করিম। তারা জানান, এই শিশুটিকে নিয়ে দোকানের সামনে চুলার কাছে আসেন মাঈন। তারা কিছু বুঝে উঠার আগেই জ্বলন্ত চুলা থেকে লাকড়ি নিয়ে শিশুটির ডান হাতে ছ্যাঁক দেন তিনি। একজন শিক্ষকের এমন অমানবিক কাজে আমরা তাৎক্ষণিক প্রতিবাদ করলে তিনি ঘটনাস্থল থেকে দ্রুত চলে যান।

অভিযুক্ত শিক্ষক মাঈন উদ্দিনের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল হাসান বলেন, তিনি বিষয়টি জানতেন না। তবে এ খবর শোনা মাত্রই সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি ঘটনার বিস্তারিত তদন্ত করে জানাবেন।

নুরুন্নাহার জানান, ওই শিশুর বাড়িতে গিয়ে তার মা, বাবা, প্রতিবেশী ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার সত্যতা মিলেছে। প্রধান শিক্ষক মাঈন উদ্দিনের কাছে তার বক্তব্য লিখিত আকারে জানতে চাওয়া হয়েছে।

গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, প্রাথমিক শিক্ষকদের দায়িত্বই হচ্ছে কোমলমতি শিশুদের আদর-ভালোবাসার মাধ্যমে শিক্ষা দেওয়া। তবে একজন শিক্ষক যদি শিশুর হাতে আগুনের ছ্যাঁকা দিয়ে থাকেন, তাহলে তা নিন্দনীয় ঘটনা। এ ঘটনায় তার কোনও সম্পৃক্ততা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, তিনি এ বিষয়ে কোনও অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।

/এসএইচ/
সম্পর্কিত
তেঁতুলের কথা বলে শিশুকে ধর্ষণ শেষে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
ফের জামিন নামঞ্জুর ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক ও তার স্ত্রীর
গৃহপরিচারিকার মৃত্যু: সাংবাদিক আশফাকুলকে অপসারণের দাবি
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!