X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

জীবিত ব্যক্তিকে দাফনের প্রস্তুতি, হাসপাতালে ভর্তির পর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১৭ জুলাই ২০২১, ১৮:৩০আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৮:৩০

বগুড়া সদরের পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পড়ে থাকা জীবিত ব্যক্তিকে মৃত ভেবে কবর খুঁড়ে দাফনের প্রস্তুতি নেয় এলাকাবাসী। জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। হাসপাতালে ভর্তির আধা ঘণ্টা পরই তার মৃত্যু হয়।

শুক্রবার (১৬ জুলাই) রাতে উপজেলার পালশা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম নাসির উদ্দিন মন্ডল (৪৫)। ওই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে তিনি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিশিন্দারা উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রহিম উদ্দিন রানা বলেন, ‘মানুষের মানবতা নেই। নাসিরকে বাঁচাতে না পেরে অনেক কষ্ট পেয়েছি।’

পুলিশ ও এলাকাবাসী জানায়, স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে সুখের সংসার ছিল নাসির উদ্দিনের। মাদকাসক্ত হওয়ায় সব শেষ হয়ে গেছে। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। মাদকের টাকার জন্য গত পাঁচ বছরে আড়াই বিঘা জমি ও বাড়িঘর বিক্রি করে নিঃস্ব হয়েছেন। 

এরপরও মাদক না ছাড়ায় ছয় মাস আগে ছোট মেয়েকে নিয়ে স্ত্রী বাবার বাড়ি চলে যান। এ অবস্থায় আত্মীয়-স্বজন কেউ নাসিরের খোঁজ নিতেন না। ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। রাতে বিদ্যালয়ের বারান্দা, মাঠসহ বিভিন্ন খোলা জায়গায় ঘুমাতেন। মাদক সেবন করায় এলাকাবাসী তাকে পছন্দ করতেন না। ঠিকমতো খাওয়া-দাওয়া না করায় কঙ্কাল হয়ে যান।

এসআই রহিম উদ্দিন রানা বলেন, নাসির উদ্দিন তিন দিন ধরে পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের নিচে বিছানা করে থাকতেন। কেউ খাবার দেয়নি। চলাফেরা করার শক্তি না থাকায় ভিক্ষা করতে যেতে পারেননি। একপর্যায়ে শরীরের নড়াচড়া থেমে যায়। শুক্রবার রাতে এভাবে পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা মৃত ভাবেন। তাকে দাফনের জন্য মসজিদ থেকে খাটিয়া আনেন। তখন ওই এলাকার এক যুবক ‘৯৯৯’ নম্বরে ফোন দিয়ে পুলিশকে মাঠে লাশ পড়ে থাকার কথা জানান। আমরা ঘটনাস্থলে গিয়ে নাসিরের চোখেমুখে পানি ছিটিয়ে দিলে নড়াচড়া শুরু করেন। তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়। আধা ঘণ্টার মধ্যে তিনি মারা যান।

এসআই রহিম উদ্দিন রানা আরও বলেন, তিন দিন ধরে মাঠে পড়েছিলেন। কেউ তাকে খাবার দেয়নি; খোঁজও নেয়নি। উল্টো মৃত ভেবে দাফনের প্রস্তুতি নিয়েছেন প্রতিবেশীরা। তাদের এমন কাজে খুবই কষ্ট পেয়েছি। নাসির উদ্দিনের লাশ তার ভগ্নিপতি সাইদুল মন্ডলের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

/এএম/
সম্পর্কিত
যাত্রবাড়িতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
চলে গেলেন অভিনেতা রুমি
রাজধানীতে বাস, ট্রেন ও সিএনজির ধাক্কায় প্রাণ গেলো ৩ জনের
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক