X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৬ আষাঢ় ১৪৩২

বিসিবি বলছে, নির্ধারিত সূচিতেই হবে অস্ট্রেলিয়া সিরিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২১, ১৫:৪৫আপডেট : ২৩ জুলাই ২০২১, ১৫:৪৫

করোনাভাইরাসের ছোবলে স্থগিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে। চলমান সিরিজটি মাঠে গড়ানো নিয়েও সংশয় রয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে আসা নিয়েও তৈরি হয়েছে সংশয়। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, সিরিজটি নির্ধারিত সময়েই মাঠে গড়াবে।

ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে খবর আসে ওয়েস্ট ইন্ডিজ দলের এক স্টাফ করোনায় আক্রান্ত। সঙ্গে সঙ্গে স্থগিত হয়ে যায় খেলা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আক্রান্ত ব্যক্তির নাম গোপন রেখে জানিয়েছে, দুই দলের খেলোয়াড়রা হোটেলে ফিরে গিয়ে আছেন আইসোলেশনে।

ক্যারিবিয়ান দলে করোনার হানা শুধু এই সিরিজ নয়, অস্ট্রেলিয়ার সামনের কয়েক সপ্তাহের সূচি ওলটপালট করে দিতে পারে। অজিদের পরবর্তী মিশনই বাংলাদেশে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এ মাসের শেষ দিকে ঢাকা পৌঁছানোর কথা তাদের। কিন্তু তার আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে করোনা ধাক্কায় পড়তে হলো অ্যারন ফিঞ্চদের।

যদিও বিসিবি মোটেও চিন্তিত নয়। অস্ট্রেলিয়ার না আসার কোনও কারণ দেখছে না তারা। আজ (শুক্রবার) সংস্থাটির প্রধান নির্বাহী নিজামউদ্দিন বলেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। গতকাল (বৃহস্পতিবার) আমরা সূচিও প্রকাশ করেছি। এই সফর নিয়ে কোনও সংশয় নেই। আমাদের বিশ্বাস ওরা (অস্ট্রেলিয়া) আসবে। এটা এমন না যে আমাদের এখানকার বায়ো বাবল নিয়ে ওদের আপত্তি বা এখানকার কিছু নিয়ে ওরা ভীত। ওয়েস্ট ইন্ডিজে একজনের কোভিড পজিটিভ হয়েছে, তাতে আমাদের শঙ্কিত হওয়ার কিছু নেই।’

বিসিবির প্রধান নির্বাহী আরও জানিয়েছেন, তাদের জৈব সুরক্ষা বলয় আরও কড়াকড়ি বলেই বাংলাদেশে খেলা আয়োজন সম্পূর্ণ নিরাপদ। নিজামউদ্দিন বলেছেন, ‘আমাদের বিশ্বাস আমাদের জৈব সুরক্ষা বলয় বেশ কড়া। আমাদের এখানে খেলা নিরাপদ। বিসিবি মনে করছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সফর এগিয়ে যাবে।’

বৃহস্পতিবার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। আগামী ২৯ জুলাই বাংলাদেশ সফরে আসার কথা অজিদের। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ ৩ আগস্ট। পরের চারটি ম্যাচ হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। এক সপ্তাহের মধ্যে পাঁচ ম্যাচ খেলবে দুই দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রতিটি ম্যাচ হবে দিবারাত্রির। তবে ম্যাচগুলো কখন শুরু হবে, সেটি জানায়নি বিসিবি।

২০১৭ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। যদিও গত বছরের জুনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসার কথা ছিল তাদের। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় সিরিজটি স্থগিত হয়ে যায় দুই মাস আগেই। এবার যদিও আসছে, তবে অনেক তারকা খেলোয়াড় বাংলাদেশ সফরের দলে নেই। সেই তালিকায় আছেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সের মতো ক্রিকেটাররা।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে