X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ডেল্টার দাপট অস্ট্রেলিয়ায়, জরুরি অবস্থা ঘোষণা

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০২১, ২৩:৫৩আপডেট : ২৪ জুলাই ২০২১, ০০:০৪

করোনাভাইরাসের ঊর্ধ্বগতিতে বেসামাল অস্ট্রেলিয়া। নিউ সাউথ ওয়েলেস রাজ্যে স্থানীয়ভাবে ডেল্টা ভ্যারিয়েন্টে নতুন করে ১৩৬ জন সংক্রমিত হয়েছেন। লকডাউন থাকা সত্বেও করোনা প্রাদুর্ভাবের কারণে রাজ্যটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রশাসন।

শুক্রবার স্থানীয়ভাবে ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমিত নতুন ১৩৬ জন শনাক্তের কথা জানিয়েছে নিউ সাউথ ওয়েলস। সেখানে সুপারমার্কেট ও ফার্মেসিসহ জরুরি সেবার কর্মীদের মধ্যে কমিউনিটি সংক্রমণ অব্যাহত রয়েছে।

করোনার প্রকোপের শুরুর পর নিউ সাউথ ওয়েলসে এখন দৈনিক রেকর্ড পরিমাণ শনাক্ত হচ্ছে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে এবং দক্ষিণ অস্ট্রেলিয়ায় এক কোটি ৩০ লাখের বেশি মানুষ লকডাউনে রয়েছে, যা দেশটির জনসংখ্যার অর্ধেক।

অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট এখন স্থানীয়ভাবে ছড়াচ্ছে। সংক্রমণ বাড়তে থাকায় সিডনির কিছু অংশ দ্রুত গণ টিকাদান চালুর আহ্বান জানিয়েছেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রিমিয়ার গ্লাডেস বেরেজিক্লিয়ান। কর্তৃপক্ষ বলছে, রেস্টোরেন্ট, পানশালা, স্কুল, দোকান বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হওয়া নিষেধ সত্বেও সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।

এই প্রিমিয়ার আরও বলেন সুপারমার্কেট, ফার্মেসির কর্মীদের তিনদিন পর পর বাধ্যতামূলক কোভিড পরীক্ষার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

অস্ট্রেলিয়ায় মাত্র ১২ শতাংশ মানুষকে দুই ডোজ টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। যা বিশ্বের অনেক উন্নত দেশের তুলায় কম। বর্তমানে করোনার প্রতিষেধক ফাইজারের টিকা ৪০-এর নিচের বয়সীদের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। বাজারে অন্যান্য ভ্যাকিসন দেশটিতে পর্যাপ্ত সরবরাহ না থাকায় সরকারের তীব্র সমালোচনা করছেন অনেকে।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘সম্ভব হলে এনএসডব্লিউ রাজ্যে ভ্যাকসিন সরবরাহ করা হবে।আমরা সারাদেশে টিকাদান কর্মসূচি ব্যাহত করবো না’। এদিকে ভিক্টোরিয়াতে ২৪ ঘণ্টায় স্থানীয়ভাবে ১৪ জন ডেল্টায় ভ্যারিয়েন্টে শনাক্ত হন।

/এলকে/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
টুভালুর এক-তৃতীয়াংশ মানুষ অস্ট্রেলিয়ার ভিসা প্রত্যাশী
আইইপি বৈশ্বিক শান্তি সূচকে ৩৩ ধাপ পেছালো বাংলাদেশ
সর্বশেষ খবর
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক