X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ডেল্টার দাপট অস্ট্রেলিয়ায়, জরুরি অবস্থা ঘোষণা

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০২১, ২৩:৫৩আপডেট : ২৪ জুলাই ২০২১, ০০:০৪

করোনাভাইরাসের ঊর্ধ্বগতিতে বেসামাল অস্ট্রেলিয়া। নিউ সাউথ ওয়েলেস রাজ্যে স্থানীয়ভাবে ডেল্টা ভ্যারিয়েন্টে নতুন করে ১৩৬ জন সংক্রমিত হয়েছেন। লকডাউন থাকা সত্বেও করোনা প্রাদুর্ভাবের কারণে রাজ্যটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রশাসন।

শুক্রবার স্থানীয়ভাবে ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমিত নতুন ১৩৬ জন শনাক্তের কথা জানিয়েছে নিউ সাউথ ওয়েলস। সেখানে সুপারমার্কেট ও ফার্মেসিসহ জরুরি সেবার কর্মীদের মধ্যে কমিউনিটি সংক্রমণ অব্যাহত রয়েছে।

করোনার প্রকোপের শুরুর পর নিউ সাউথ ওয়েলসে এখন দৈনিক রেকর্ড পরিমাণ শনাক্ত হচ্ছে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে এবং দক্ষিণ অস্ট্রেলিয়ায় এক কোটি ৩০ লাখের বেশি মানুষ লকডাউনে রয়েছে, যা দেশটির জনসংখ্যার অর্ধেক।

অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট এখন স্থানীয়ভাবে ছড়াচ্ছে। সংক্রমণ বাড়তে থাকায় সিডনির কিছু অংশ দ্রুত গণ টিকাদান চালুর আহ্বান জানিয়েছেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রিমিয়ার গ্লাডেস বেরেজিক্লিয়ান। কর্তৃপক্ষ বলছে, রেস্টোরেন্ট, পানশালা, স্কুল, দোকান বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হওয়া নিষেধ সত্বেও সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।

এই প্রিমিয়ার আরও বলেন সুপারমার্কেট, ফার্মেসির কর্মীদের তিনদিন পর পর বাধ্যতামূলক কোভিড পরীক্ষার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

অস্ট্রেলিয়ায় মাত্র ১২ শতাংশ মানুষকে দুই ডোজ টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। যা বিশ্বের অনেক উন্নত দেশের তুলায় কম। বর্তমানে করোনার প্রতিষেধক ফাইজারের টিকা ৪০-এর নিচের বয়সীদের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। বাজারে অন্যান্য ভ্যাকিসন দেশটিতে পর্যাপ্ত সরবরাহ না থাকায় সরকারের তীব্র সমালোচনা করছেন অনেকে।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘সম্ভব হলে এনএসডব্লিউ রাজ্যে ভ্যাকসিন সরবরাহ করা হবে।আমরা সারাদেশে টিকাদান কর্মসূচি ব্যাহত করবো না’। এদিকে ভিক্টোরিয়াতে ২৪ ঘণ্টায় স্থানীয়ভাবে ১৪ জন ডেল্টায় ভ্যারিয়েন্টে শনাক্ত হন।

/এলকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ান নাগরিক প্রবেশ নিষিদ্ধ করলো রাশিয়া
সিডনির গির্জায় ছুরিকাঘাতকে সন্ত্রাসী হামলা ঘোষণা
অস্ট্রেলিয়ায় শপিং মলে ছুরি হামলা, নিহত ৬
সর্বশেষ খবর
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি