X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

খুলনার চার হাসপাতালে আরও ১৪ মৃত্যু

খুলনা প্রতিনিধি
২৬ জুলাই ২০২১, ১১:১৭আপডেট : ২৬ জুলাই ২০২১, ১১:১৭

খুলনার সরকারি-বেসরকারি চারটি হাসপাতালের করোনা ইউনিটে ফের মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) এই হাসপাতালগুলোতে করোনাভাইরাস আক্রান্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। 

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১০৯ জন করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০ জন। ছাড়পত্র নিয়েছেন ছয় জন। মারা গেছেন চার জন করোনা রোগী। তারা হলেন- খুলনার রায় পাড়ার ফজলু (৭০), টুটপাড়ার সাহিদা (৬২), ঝিনাইদহের বজলুল (৬০) ও রহমান (৪৩)। 

গাজী মেডিক্যাল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. গাজী মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত হাসপাতালে ৯১ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯ জন। ছাড়পত্র নিয়েছেন আট জন। মারা গেছেন চার জন। তারা হলেন- খুলনার ডুমুরিয়ার পলাশ সরকার (৩৬), টুটপাড়ার তরিকুল (৬৩), ধর্মসভা রোডের স্বপ্না (৪২) ও দৌলতপুরের মাহবুবা (৪২)।

খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র জানান, সকাল সোয়া ৮টা পর্যন্ত হাসপাতালে ৬৯ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৩ জন। ছাড়পত্র নিয়েছেন ১১ জন। মারা গেছেন দুই জন। তারা হলেন- খুলনার বাগমারার শিখা রানী রায় (৫৫) ও ডুমুরিয়ার আফিয়া খানম (৩৫)।

শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, সকাল সোয়া ৮টা পর্যন্ত হাসপাতালে ৩৬ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় কেউ ভর্তি হয়নি। ছাড়পত্র নিয়েছেন দুই জন। মারা গেছেন তিন জন। তারা হলেন- খুলনার পাবলার তাহমিনা বেগম (৮৪), বাগেরহাটের ফকিরহাটের গাউস শেখ (৬৫) ও নড়াইল কালিয়ার নয়ন ঘোষ (৩৫)।

খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ৩৩ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন তিন জন। ছাড়পত্র নিয়েছেন চার জন। খুলনার হাজী মহসিন রোড এলাকার আবুল বাশার ফারাজি (৫৫) নামের একজন মারা গেছেন।

/এসএইচ/
সম্পর্কিত
গরমে ডায়রিয়া রোগী আরও বাড়ার শঙ্কা
হত্যা মামলার আসামিকে পিটিয়ে হত্যা করলো আরেক আসামি
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
সর্বশেষ খবর
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
থাইল্যান্ড ও ভারতের বক্সারকে হারিয়ে সুরো কৃষ্ণর ৬০০ ধাপ উন্নতি
থাইল্যান্ড ও ভারতের বক্সারকে হারিয়ে সুরো কৃষ্ণর ৬০০ ধাপ উন্নতি
রেকর্ড বৃষ্টিতে টানা তৃতীয় দিনের মতো পানির নিচে দুবাই
রেকর্ড বৃষ্টিতে টানা তৃতীয় দিনের মতো পানির নিচে দুবাই
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট