X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

কাউন্সিলরের বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৬ জুলাই ২০২১, ২০:৩৪আপডেট : ২৬ জুলাই ২০২১, ২০:৩৪

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হোসেনের বিরুদ্ধে সোহেল রানা (৩৭) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, সোহেল রানা উপজেলার পৌর সদরের পুকুর পাড় মহল্লার আসাব আলীর ছেলে। রবিবার (২৫ জুলাই) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে পাশের মার্কেটে গেলে কাউন্সিলর নাজমুল হাসান, হৃদয় খান এবং রানা মিলে তাকে বেধড়ক মারধর করেন। আহত সোহেল রানাকে এলাকাবাসী উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসেন। সোমবার (২৬ জুলাই) দুপুরে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পিপিডি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে কাউন্সিলর নাজমুল হাসানের ভাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় ভয়ে থানায় মামলা করতে পারছেন না বলে অভিযোগ করেছেন নিহত সোহেলের পরিবার। তবে কী কারণে সোহেলকে মারধর করা হয়েছে তা কেউ স্পষ্ট করে বলতে পারেনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত সোহেল রানার মা রোমি বেগম (৬০) বিলাপ করতে করতে বলেন, ‘নাজমুল, হৃদয় আর রানা মিলে আমার ব্যাটাকে মাইরা ফালাইছে বাপরে, আমার ব্যাটা কী এমন কইছিলো যার লাইগা মাইরা ফালান লাগবে। আমি গরিব মানুষ কার কাছে বিচার চামু। পুলিশকে ডাকছি এহনো আইছে না। ওরা মেলে টেহা আলা তাই পুলিশ আইছে না।’

এ বিষয়ে নিহতের ভাতিজা সানিম অভিমান করে সাংবাদিকদের বলেন, ‘যান যান নেতা ডাকে, এ বিচার আমরা পাবো না। এ দেশে কে তাদের বিচার করবে? যার গেছে সেই বোঝে। আমরা বিচারও পামু না তাই কারও কাছে বিচারও চাই না।’

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহিদ মাহমুদ খান বলেন, ‘আমি কিছুক্ষণ আগে খবর পেয়েছি। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে। কী কারণে এই মৃত্যু হয়েছে তা তদন্তের পরে জানা যাবে।’

/এফআর/
সম্পর্কিত
গাইবান্ধায় গৃহবধূ হত্যা মামলায় পলাতক ৫ আসামি গ্রেফতার
ডেকে নিয়ে হাত-পায়ের রগ কেটে হত্যা, মরদেহ ফেলা হয় খালে
চোরের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল