X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নারীদের সফলতা উদযাপনে ব্রিটিশ কাউন্সিলের অনলাইন ফেস্টিভ্যাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২১, ২১:১১আপডেট : ২৬ জুলাই ২০২১, ২১:১১

‘ওয়াও ফেস্টিভ্যালে’ নারী ও কিশোরীদের নিয়ে দেশে প্রথমবারের মতো আয়োজিত অনলাইন উৎসবে গল্প বলা ও নানা পারফরমেন্সের মাধ্যমে সফল নারীদের সাফল্য উদযাপন করা হবে। নারী  ও  কিশোরীদের ওপর আলোকপাত করে আগামী ২৯ ও ৩০ জুলাই রাত ৯টায় প্রথমবারের মতো ‘ওয়াও ভার্চুয়াল বাংলাদেশ’ শীর্ষক অনলাইন ফেস্টিভ্যাল আয়োজিত হতে যাচ্ছে। এর কৌশলগত অংশীদার ব্রিটিশ কাউন্সিল, সিসিডি বাংলাদেশ ও মঙ্গলদীপ ফাউন্ডেশন।  সোমবার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

দু’দিন ব্যাপী এ অনুষ্ঠানের লক্ষ্য হচ্ছে দেশজুড়ে নারী ও কিশোরীদের কথাগুলো তুলে ধরা; সেখানে সমাজের প্রান্তিক পর্যায়ে বা তার বাইরে বসবাসকারী নারীদের কথা তুলে ধরা হবে। পাশাপাশি, সংখ্যালঘু বা মূলধারার অন্তর্গত নয় এমন নারীদের কথাও ব্যক্ত করা হবে, যারা লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় সফলভাবে কাজ করেছেন।

আয়োজকরা জানান, জুড কেলি সিবিই’র প্রতিষ্ঠিত ওয়াও - ওমেন অব দ্য ওয়ার্ল্ড একটি আন্তর্জাতিক উৎসব যেখানে নারী, কিশোরী ও নন-বাইনারি ব্যক্তিদের অর্জনগুলো উদযাপন করা হয় এবং বিশ্বজুড়ে তারা যে প্রতিবন্ধকতার মুখোমুখি হয় সেগুলোর দিকে দৃষ্টিপাত করা হয়। ওয়াও চ্যাপ্টারস বাংলাদেশের বিভাগীয় কমিউনিটি আয়োজন, যা নারী ও কিশোরীদের সফলতা উদযাপনের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এবং তাদের সাফল্য অর্জনে যে সকল বাধার সম্মুখীন হয় তা চিহ্নিত করে। এর আগে ওয়াও চ্যাপ্টার ২০১৭ থেকে ২০১৮ সালে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেটে আয়োজিত হয়েছিল। করোনার বৈশ্বিক মহামারির ফলে এ বছর ওয়াও চ্যাপটারস অনলাইনে ‘ওয়াও ভার্চুয়াল বাংলাদেশ’ নামে অনুষ্ঠিত হবে।  যেখানে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেটের পাশাপাশি এর পরিসর বৃদ্ধি করে বরিশাল ও ময়মনসিংহের মতো আরও বিভাগীয় শহরের নারীদের কথা তুলে ধরা হবে।

ব্রিটিশ কাউন্সিল জানায়,  ‘ওয়াও ভার্চুয়াল বাংলাদেশ’ অনলাইন অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত। আগামী ২৯ ও ৩০ জুলাই রাত ৯টায় সহজেই এ অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ, সিসিডি বাংলাদেশ ও মঙ্গলদীপ ফাউন্ডেশনর ফেসবুক পেজে। এছাড়াও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে রেডিও স্বাধীন ৯৯.৪ এফএম ও রেডিও পদ্মা নিউজ ৯৯.২ এফএম -এ এবং তাদের ফেসবুক পেজে।

মঙ্গলদ্বীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন সারা যাকের বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর কথা ও ভাবনা নানা কমিউনিটির ক্ষমতায়নে ভূমিকা রাখবে, তাদের নানা পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করবে এবং প্রত্যেককে নিজের কথা বলার সুযোগ করে দেবে। দেশজুড়ে নারীরা এ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এবং ওয়াও’র মতো প্ল্যাটফর্ম এক্ষেত্রে তাদেরকে আরও উৎসাহিত করবে।

ওয়াও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জুড কেলি সিবিই বলেন, ওয়াও সব ধরণের মানুষের জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ভূমিকা রাখে, কমিউনিটিগুলোকে একত্রিত করে এবং নিজেদের কমিউনিটিতে লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করে।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!