X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

নারীদের সফলতা উদযাপনে ব্রিটিশ কাউন্সিলের অনলাইন ফেস্টিভ্যাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২১, ২১:১১আপডেট : ২৬ জুলাই ২০২১, ২১:১১

‘ওয়াও ফেস্টিভ্যালে’ নারী ও কিশোরীদের নিয়ে দেশে প্রথমবারের মতো আয়োজিত অনলাইন উৎসবে গল্প বলা ও নানা পারফরমেন্সের মাধ্যমে সফল নারীদের সাফল্য উদযাপন করা হবে। নারী  ও  কিশোরীদের ওপর আলোকপাত করে আগামী ২৯ ও ৩০ জুলাই রাত ৯টায় প্রথমবারের মতো ‘ওয়াও ভার্চুয়াল বাংলাদেশ’ শীর্ষক অনলাইন ফেস্টিভ্যাল আয়োজিত হতে যাচ্ছে। এর কৌশলগত অংশীদার ব্রিটিশ কাউন্সিল, সিসিডি বাংলাদেশ ও মঙ্গলদীপ ফাউন্ডেশন।  সোমবার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

দু’দিন ব্যাপী এ অনুষ্ঠানের লক্ষ্য হচ্ছে দেশজুড়ে নারী ও কিশোরীদের কথাগুলো তুলে ধরা; সেখানে সমাজের প্রান্তিক পর্যায়ে বা তার বাইরে বসবাসকারী নারীদের কথা তুলে ধরা হবে। পাশাপাশি, সংখ্যালঘু বা মূলধারার অন্তর্গত নয় এমন নারীদের কথাও ব্যক্ত করা হবে, যারা লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় সফলভাবে কাজ করেছেন।

আয়োজকরা জানান, জুড কেলি সিবিই’র প্রতিষ্ঠিত ওয়াও - ওমেন অব দ্য ওয়ার্ল্ড একটি আন্তর্জাতিক উৎসব যেখানে নারী, কিশোরী ও নন-বাইনারি ব্যক্তিদের অর্জনগুলো উদযাপন করা হয় এবং বিশ্বজুড়ে তারা যে প্রতিবন্ধকতার মুখোমুখি হয় সেগুলোর দিকে দৃষ্টিপাত করা হয়। ওয়াও চ্যাপ্টারস বাংলাদেশের বিভাগীয় কমিউনিটি আয়োজন, যা নারী ও কিশোরীদের সফলতা উদযাপনের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এবং তাদের সাফল্য অর্জনে যে সকল বাধার সম্মুখীন হয় তা চিহ্নিত করে। এর আগে ওয়াও চ্যাপ্টার ২০১৭ থেকে ২০১৮ সালে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেটে আয়োজিত হয়েছিল। করোনার বৈশ্বিক মহামারির ফলে এ বছর ওয়াও চ্যাপটারস অনলাইনে ‘ওয়াও ভার্চুয়াল বাংলাদেশ’ নামে অনুষ্ঠিত হবে।  যেখানে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেটের পাশাপাশি এর পরিসর বৃদ্ধি করে বরিশাল ও ময়মনসিংহের মতো আরও বিভাগীয় শহরের নারীদের কথা তুলে ধরা হবে।

ব্রিটিশ কাউন্সিল জানায়,  ‘ওয়াও ভার্চুয়াল বাংলাদেশ’ অনলাইন অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত। আগামী ২৯ ও ৩০ জুলাই রাত ৯টায় সহজেই এ অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ, সিসিডি বাংলাদেশ ও মঙ্গলদীপ ফাউন্ডেশনর ফেসবুক পেজে। এছাড়াও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে রেডিও স্বাধীন ৯৯.৪ এফএম ও রেডিও পদ্মা নিউজ ৯৯.২ এফএম -এ এবং তাদের ফেসবুক পেজে।

মঙ্গলদ্বীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন সারা যাকের বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর কথা ও ভাবনা নানা কমিউনিটির ক্ষমতায়নে ভূমিকা রাখবে, তাদের নানা পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করবে এবং প্রত্যেককে নিজের কথা বলার সুযোগ করে দেবে। দেশজুড়ে নারীরা এ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এবং ওয়াও’র মতো প্ল্যাটফর্ম এক্ষেত্রে তাদেরকে আরও উৎসাহিত করবে।

ওয়াও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জুড কেলি সিবিই বলেন, ওয়াও সব ধরণের মানুষের জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ভূমিকা রাখে, কমিউনিটিগুলোকে একত্রিত করে এবং নিজেদের কমিউনিটিতে লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করে।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ