X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রাজশাহী মেডিক্যালে একদিনে ১৮ মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
২৮ জুলাই ২০২১, ১১:৩০আপডেট : ২৮ জুলাই ২০২১, ১১:৩০

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৮ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় ছয় ও উপসর্গে ১২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ছয়, পাবনার সাত, নাটোরের তিন, কুষ্টিয়া ও মেহেরপুরের এক জন করে আছেন। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও চার জন নারী। মৃতদের মধ্যে ছয় জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে দুই, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে এক এবং ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে তিন জন রয়েছেন।

এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ২৮ জুলাই সকাল পর্যন্ত) রামেক হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫২৩ জনে। তাদের মধ্যে করোনা শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১৬৭ জন। আর শ্বাস কষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর নমুনা পরীক্ষার আগেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩২১ জন। বাকি ৩৫ জন মারা গেছেন করোনা পরবর্তী স্বাস্থ্য জটিলতায়।

এর আগে গত মাসে (জুন) রামে হাসপাতালের করোনা ইউনিটে ৪০৫ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ১৮৯ জন। অন্যরা নমুনা পরীক্ষার আগে করোনার উপসর্গ নিয়ে মারা যান।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৫০ জন। তাদের মধ্যে রাজশাহীর ২৩, চাঁপাইনবাবগঞ্জের পাঁচ, নাটোরের ছয়, নওগাঁর এক, পাবনার ১২, কুষ্টিয়ার এক, জয়পুরহাটের এক ও মেহেরপুরের এক জন রয়েছেন। এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৯ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ শয্যার বিপরীতে ৪০৩ জন ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিইউতে রয়েছেন ২০ জন।

করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪০৩ জনের মধ্যে ১৮৩ জন করোনায় আক্রান্ত। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১৭৭ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ৪৩ জন।

রামেক হাসপাতালের পরিচালক জানান, মঙ্গলবার রাতে দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৫৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২৭ জনের। শনাক্তের হার ২২ দশমিক ৭৫ শতাংশ। 

/এসএইচ/
সম্পর্কিত
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
আরও ৩৯ জনের করোনা শনাক্ত
সর্বশেষ খবর
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত রিজওয়ান
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত রিজওয়ান
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
প্রতিদিন খোয়া যাচ্ছে সহস্রাধিক মোবাইল, উদ্ধারে আগ্রহ কম পুলিশের
প্রতিদিন খোয়া যাচ্ছে সহস্রাধিক মোবাইল, উদ্ধারে আগ্রহ কম পুলিশের