X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফেসবুকে একইনামে অর্ধশতাধিক পেজ, ‘কুটুমবাড়ি’র সুনাম ক্ষুণ্ণের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২১, ১৪:০১আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৪:০১

কুটুমবাড়ি রেস্টুরেন্টের নামের সঙ্গে মিল রেখে সারাদেশে খোলা হয়েছে অসংখ্য রেস্টুরেন্ট। আর ফেসবুকে খোলা হয়েছে অর্ধশতাধিক পেজ। এতে করে মূল কুটুমবাড়ি রেস্টুরেন্টের সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ করেছন প্রকৃত কুটুমবাড়ি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ সেসব পেজের তালিকা কুটুমবাড়ির ফেসবুক পেজে প্রকাশ করে বিচার চেয়েছেন। 

কুটুমবাড়ির ফেসবুক পেজে গিয়ে দেখা যায় (বৃহস্পতিবার দুপুরে) পেজটির ফলোয়ারের সংখ্যা ৫ লাখ ২১ হাজার ৩৯৬।  পেজ থেকে বিভিন্ন সময় ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে দৃষ্টি আকর্ষণ করে পোস্ট দিয়েও এর প্রতিকার চাওয়া হয়েছে। 

কুটুমবাড়ি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাজী খালেদ ইবনে মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কুটুমবাড়ি রেস্টুরেন্টের কপিরাইট পেয়েছি ২০১২ সালে, ট্রেডমার্ক নিবন্ধন করিয়েছি ২০১৩ সালে। তারপরও কুটুমবাড়ির নামে সারাদেশে রেস্টুরেন্ট চালু করা হয়েছে। সেইসব রেস্টুরেন্টের নামে ফেসবুকে পেজও খোলা হয়েছে। ফেসবুক বরাবর আমরা কপিরাইট, ট্রেডমার্ক নিবন্ধনের কপি পাঠিয়েছি, অভিযোগ করেছি বহুবার। তারপরও ওসব পেজ বন্ধ করা হয়নি।  এতে করে আমার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। আর্থিক দিক দিয়ে আমি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।  

তিনি আরও জানান, এ পর্যন্ত ফেসবুকে ৬৮টি ভুয়া কুটুমবাড়ি পেজের তালিকা পাঠিয়েছেন। যদিও তার দাবি এ সংখ্যা ৮০ থেকে ৮৫টি। পরবর্তীতে সেসব তালিকাও পাঠানো হবে। 

গাজী খালেদ ইবনে মোহাম্মদের অভিযোগ, তিনি নিয়ম মেনে যথাযথ প্রক্রিয়ায় উপযুক্ত কাগজপত্রসহ একাধিকবার ফেসবুকের কাছে আবেদন করেছেন পেজটি ভেরিফায়েড করার জন্য কিন্তু ফেসবুক তার আবেদনটি মূল্যায়ন করেনি।  পেজটি ভেরিফায়েড হলে গ্রাহকরা বুঝতে পারতো কোনটি আসল। এ কাজটি না করায় ফেসবুক তার বিশাল ক্ষতি করেছে বলে তিনি অভিযোগ করেন।

পরবর্তী পদক্ষেপ হিসেবে তিনি বিষয়টি সুরাহার জন্য আদালতের শরণাপন্ন হবেন বলে জানান। 

জানা গেছে, বর্তমানে কুটুমবাড়ির দুটি শাখা আছে। রাজধানীর লালমাটিয়ার শাখাটি করোনার প্রাদুর্ভাবের পরে ব্যবসায়িক চিন্তাভাবনা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এর বাইরে কুটুমবাড়ির কোথাও কোনও শাখা নেই। অথচ প্রায় সারাদেশেই কুটুমবাড়ি নামের রেস্টুরেন্ট আছে। 

গাজী খালেদ ইবনে মোহাম্মদ জানান, চট্টগ্রামে কুটুমবাড়ি নামের রেস্টুরেন্টে টয়লেটের সামনে মুরগি প্রসেস করে সেই ছবি ফেসবুক পেজে শেয়ার করেছে। এতে করে গ্রাহকের কাছে কী বার্তা গেলো, যে কুটুমবাড়ি এ ধরনের কাজ করে।  কাজটি করলো অন্যরা আর ক্ষতির শিকার হলাম আমি। এটা তো মেনে নেওয়া যায় না।  

ফেসবুকের বিরুদ্ধে উকিল নোটিশ

এর আগে ব্যবসায়িক ক্ষতির কারণে কুটুমবাড়ি রেস্টুরেন্ট লিমিটেড কর্তৃপক্ষ ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের কাছে আট লাখ ডলার ক্ষতিপূরণ চেয়ে একটি উকিল নোটিশ পাঠায়। ২০২০ সালের ৭ ডিসেম্বর কুটুমবাড়ির পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী কাজী জয়নাল আবেদীন নোটিশটি পাঠান। ওই নোটিশ পাওয়ার পরে ফেসবুকের পক্ষে ব্যারিস্টার তাজকিয়া লাবিবা করিম চলতি বছরের ২৮ জানুয়ারি জবাব দেন। জবাবে ফেসবুক বলে, ফেসবুক পরিষেবার শর্তাদি, কপিরাইট ও ট্রেডমার্কসহ অন্য কারও ইন্টেলেকচুয়াল সম্পত্তির অধিকার লঙ্ঘন করে এমন পোস্ট করার অনুমতি দেয় না।  

গাজী খালেদ ইবনে মোহাম্মদ বলেন, কিন্তু ওই পর্যন্তই। ফেসবুক কোনও ক্ষতিপূরণ তো দেয়ইনি, ওইসব ভুয়া পেজগুলো বন্ধের কোনও উদ্যোগ নেয়নি। বরং ২০১৪ সালে খোলা তাদের পেজটি এ পর্যন্ত কয়েকবার হ্যাকিংয়ের শিকার হয়েছে।  

 

 

/এইচএএইচ/এনএইচ/   
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা