X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

চাঁদপুর ঘাট থেকে লঞ্চ ছাড়বে মধ্যরাত পর্যন্ত

চাঁদপুর প্রতিনিধি
০১ আগস্ট ২০২১, ১৮:০৯আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৮:১১

চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে লঞ্চ চলাচলের সময় বৃদ্ধি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। যাত্রীদের অতিরিক্ত চাপ থাকায় নতুন নির্দেশনা অনুযায়ী সোমবার (২ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চলাচল করতে পারবে। তবে ঘাট থেকে যাত্রীবাহী লঞ্চ গন্তব্যে ছেড়ে যাবে রবিবার (১ আগস্ট) মধ্যরাত পর্যন্ত। চাঁদপুর বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, যাত্রী চাহিদা অনুসারে মধ্যরাত পর্যন্ত লঞ্চ ছাড়া যাবে। সেই আলোকে চাঁদপুর লঞ্চঘাট থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। নতুন কোনও নির্দেশনা না পেলে এরপর এখান থেকে লঞ্চ ছেড়ে যাবে না। কারণ, মধ্যরাতে যে লঞ্চগুলো ছেড়ে যাবে সেগুলো গন্তব্যে পৌঁছাতে সকাল হয়ে যাবে।

স্বাস্থ্যবিধির বিষয়ে কায়সারুল ইসলাম বলেন, যাত্রীদের এত বেশি চাপ সামাল দেওয়া কঠিন। কেউ কথা শুনছে না। যে যার মতো লঞ্চে উঠছে। বাঁধা দিলে উল্টো আমাদের উপর চড়াও হয়।

ঘাট ঘুরে দেখা গেছে, চাঁদপুর লঞ্চঘাটে রবিবার সকাল ৯টার পর থেকেই ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড় ছিল। করোনা সংক্রমণরোধে অর্ধেক যাত্রী নেওয়ার নির্দেশনা থাকলেও প্রতিটি লঞ্চেই ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী তোলা হচ্ছে। এক পর্যায়ে সময় শেষ হয়ে যাওয়ায় এবং যাত্রীদের চাপ থাকায় চাঁদপুর টার্মিনাল থেকে লঞ্চ চলাচল বন্ধের ঘোষণাও দেয় বিআইডব্লিউটিএ। পরে সময় বৃদ্ধির নতুন নির্দেশনা পেয়ে আবারও লঞ্চ ছেড়ে যাওয়ার অনুমতি দেন বন্দর কর্মকর্তা।

এদিকে বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, লঞ্চ চলাচল অব্যাহত থাকবে, এমন একটি নির্দেশনা আমরা পেয়েছি। 

/এসএইচ/
সম্পর্কিত
নৌপথে ফিরতি যাত্রীদের উপচে পড়া ভিড়
লঞ্চঘাটে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়
সদরঘাটে ঘরমুখো মানুষের ভিড়, ছাড়ছে বিশেষ লঞ্চ
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি