দেশব্যাপী র্যাবের ১৫টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৭ জনকে ৪৭ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২ আগস্ট) দিনব্যাপী র্যাবের ১৫টি ব্যাটেলিয়ানের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জরিমানা করা হয়।
এ বিষয়ে, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে বলেন, র্যাব জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। সরকারি নির্দেশনা বিধিনিষেধ বাস্তবায়নে দেশব্যাপী র্যাবের ১৭৪টি টহল ও ১৬৭টি চেকপোস্ট পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণে বিনামূল্যে দেড় হাজারের বেশি মাস্ক বিতরণ করা হয়। ২০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়।