X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু আক্রান্ত সেই সাকিবের চিকিৎসার দায়িত্ব নিলেন সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২১, ১৬:১৯আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৬:১৯

ডেঙ্গু জ্বরে আক্রান্ত সেই সাকিবের উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

এ ছাড়া সাকিবের বাবা-মা ও বোনকে নিজ পৈতৃক বাড়িতে থাকা-খাওয়ার ব্যবস্থা করেছেন তিনি। সাকিব এখন পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) চিকিৎসাধীন।

সোমবার (২ আগস্ট) রাজধানীর তিনটি সরকারি হাসপাতাল ঘুরেও ডেঙ্গু আক্রান্ত ১০ বছরের ছেলেকে ভর্তি করাতে পারেননি বাবা হারুনুর রশীদ। চতুর্থ হাসপাতালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সচালকের কাছে আকুতি জানান। কিন্তু দাবি অনুযায়ী ভাড়া দেওয়ার সামর্থ্য না থাকায়  চালক রাজি হচ্ছিলেন না। তখন কান্নায় ভেঙে পড়েন বাবা হারুনুর রশীদ। পরে অবশ্য ৯৯৯ নম্বরে ফোন করে তাদের সহায়তায় ছেলে সাকিবকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করানো হয়।

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন এবং ভিডিও প্রকাশ করা হলে মুহূর্তেই তা সামাজিক যোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে গণমাধ্যমের প্রতিবেদন দেখে সাকিবের চিকিৎসার প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা হাবিবুল ইসলাম সুমনসহ সংগঠনের সমন্বয়কারীদের নির্দেশ দেন মোহাম্মদ সাঈদ খোকন। তিনি এই ফাউন্ডেশনের চেয়ারম্যান।

হাবিবুল ইসলাম সুমন বলেন, ‘ সোমবার রাত ১২টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে সাকিবকে খুঁজে পাই। এখন ওই হাসপাতালের দুই নম্বর ভবনের ছয় তলায় সে চিকিৎসাধীন। আজ (৩ আগস্ট) চিকিৎসকদের সঙ্গে কথা বলে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

তিনি বলেন, ‘সাকিব হাসপাতালে ভর্তি হলেও ঢাকায় তার বাবা-মা, ছোট বোন আরনানি-সহ সকলের থাকা এবং খাওয়ার জায়গা নেই। তাই তাদের নাজিরা বাজারে মেয়র মোহাম্মদ হানিফের  ভবনে থাকার ব্যবস্থা করা হয়েছে। এই ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে থেকেছেন। এখন বাড়িটিতে নাগরিক সেবা কার্যক্রম পরিচালিত হয়।’

সাকিবের বাবা হারুনুর রশীদ গাজীপুরের টঙ্গীর একটি ইলেকট্রিক দোকানের কর্মচারী। হারুনুর রশীদ বলেন, ‘করোনার কারণে দোকান বন্ধ থাকায় আয়-রোজগার নেই। পরিচিতজনদের কাছ থেকে ঋণ করে স্ত্রী, শিশুকন্যা ও শাশুড়িকে সঙ্গে নিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে সেমবার ঢাকায় রওনা হই। সকাল থেকে সরকারি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিক্যালে  কিন্তু শয্যা খালি নেই— এমন অজুহাতে তারা সাকিবকে ভর্তি নেয়নি। তারা মিটফোর্ড হাসপাতাল যেতে বলেন। কিন্তু পকেটে টাকা না থাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করে ছেলেকে হাসপাতালে নিতে পারছিলাম না।’

তিনি বলেন, ‘এখন ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। মেবাইল ফোনে তিনি একাধিকবার সাকিবের সুচিকিৎসাসহ সকল প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমরা তার পরিবারের প্রতি কৃতজ্ঞ।’

এ বিষয়ে ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন বলেন, ‘মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে সারাবছরই নিম্ন আয়ের পরিবারের সদস্যদের চিকিৎসা, খাদ্যসামগ্রী, আর্থিক সহায়তা করে থাকি। এখন সাকিবের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। যতদিন সাকিবের চিকিৎসা চলবে, ততদিন তার বাবা-মাসহ পরিবারের সদস্যদের বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত নাজিরা বাজারের ওই বাড়িতেই থাকবেন।’

 

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
শেখ হাসিনার মতো ডায়নামিক নেতৃত্ব দেশে আসবে কি না সন্দেহ: খোকন
৭ মার্চের ভাষণই জাতিসত্তার মূল: সাঈদ খোকন
অগ্নিনিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!