X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

বঙ্গোপসাগরে বিকল সেন্টমার্টিনগামী যাত্রীবাহী ট্রলার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৩ আগস্ট ২০২১, ২৩:১৮আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২৩:১৮

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে ফেরার সময় যাত্রীবাহী একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় ৩০ জন যাত্রীসহ ট্রলারটি উদ্ধার করতে দ্বীপে থেকে আরেকটি ট্রলার পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকালে টেকনাফ থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী ট্রলারটি বঙ্গোপসাগরের মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাইক্ষ্যংদ্বীপ এলাকায় পৌঁছালে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

জানা গেছে, বিকালে টেকনাফ পৌরসভার খায়ুকখালী ঘাট থেকে ৩০ জন যাত্রী নিয়ে মাঝি মো. ইলিয়াছ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়। যাত্রীবাহী ট্রলারটি বঙ্গোপসাগরের মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাইক্ষ্যং দ্বীপ এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঝোড়ো হাওয়া শুরু হলে যাত্রীদের মাঝে ভয়ভীতি কাজ করে। 
এ সময় ট্রলারের থাকা যাত্রীরা কূলে স্বজনদের কাছে ফোন করে কান্নাকাটি করেন। স্থানীয় লোকজন সেন্টমার্টিন থেকে একটি ট্রলার পাঠিয়ে বিকল যাত্রীবাহী ট্রলারটি অবস্থান নির্ণয় করে সেটি টেনে আনার কথা রয়েছ।

মঙ্গলবার (৩ আগস্ট) রাত সাড়ে ৮ দিকে বিষয়টি নিশ্চিত করে সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ রশিদ জানান, টেকনাফ থেকে দ্বীপে ফেরার পথে যাত্রীবাহী একটি ট্রলার সাগরের মাঝখানে পৌঁছে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ট্রলারে ৪০ জন যাত্রী রয়েছে বলে খবর পাচ্ছি। বিষয়টি জানার পর বিকল যাত্রীবাহী ট্রলারটি টেনে আনার জন্য একটি ট্রলার পাঠানো হয়েছে। এখন সেই ট্রলারটিরও খোঁজ পাওয়া যাচ্ছে না।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী বলেন, ‘সাগরে যাত্রীবাহী একটি ট্রলার বিকল হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।’

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘দ্বীপে যাত্রাকালে একটি ট্রলার বিকল হওয়ার খবর পেয়েছি। যাত্রীবাহী ট্রলারটি টেনে আনার জন্য দ্বীপ থেকে একটি ট্রলার পাঠানো হয়েছে। সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

সাড়ে ৭টার দিকে ট্রলারে থাকা মো. আবদুল্লাহ সরকার নামে এক যাত্রী তার ফেসবুকে লেখেন, ‘দুপুরে ট্রলারে করে ৪০ জন যাত্রী নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিনে রওনা দিয়েছি। ট্রলারটি বিকল হয়ে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে খুব ভয়ে আছি।’

/এফআর/
সম্পর্কিত
৯৯ কোটি টাকার জাল ও মাছ জব্দ
মহেশখালীর নিম্নাঞ্চল প্লাবিত, জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যু
সেন্টমার্টিনে জোয়ারের পানি ঢুকছে লোকালয়ে, আতঙ্ক বাড়ছে দ্বীপবাসীর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক