X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বঙ্গোপসাগরে বিকল সেন্টমার্টিনগামী যাত্রীবাহী ট্রলার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৩ আগস্ট ২০২১, ২৩:১৮আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২৩:১৮

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে ফেরার সময় যাত্রীবাহী একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় ৩০ জন যাত্রীসহ ট্রলারটি উদ্ধার করতে দ্বীপে থেকে আরেকটি ট্রলার পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকালে টেকনাফ থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী ট্রলারটি বঙ্গোপসাগরের মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাইক্ষ্যংদ্বীপ এলাকায় পৌঁছালে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

জানা গেছে, বিকালে টেকনাফ পৌরসভার খায়ুকখালী ঘাট থেকে ৩০ জন যাত্রী নিয়ে মাঝি মো. ইলিয়াছ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়। যাত্রীবাহী ট্রলারটি বঙ্গোপসাগরের মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাইক্ষ্যং দ্বীপ এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঝোড়ো হাওয়া শুরু হলে যাত্রীদের মাঝে ভয়ভীতি কাজ করে। 
এ সময় ট্রলারের থাকা যাত্রীরা কূলে স্বজনদের কাছে ফোন করে কান্নাকাটি করেন। স্থানীয় লোকজন সেন্টমার্টিন থেকে একটি ট্রলার পাঠিয়ে বিকল যাত্রীবাহী ট্রলারটি অবস্থান নির্ণয় করে সেটি টেনে আনার কথা রয়েছ।

মঙ্গলবার (৩ আগস্ট) রাত সাড়ে ৮ দিকে বিষয়টি নিশ্চিত করে সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ রশিদ জানান, টেকনাফ থেকে দ্বীপে ফেরার পথে যাত্রীবাহী একটি ট্রলার সাগরের মাঝখানে পৌঁছে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ট্রলারে ৪০ জন যাত্রী রয়েছে বলে খবর পাচ্ছি। বিষয়টি জানার পর বিকল যাত্রীবাহী ট্রলারটি টেনে আনার জন্য একটি ট্রলার পাঠানো হয়েছে। এখন সেই ট্রলারটিরও খোঁজ পাওয়া যাচ্ছে না।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী বলেন, ‘সাগরে যাত্রীবাহী একটি ট্রলার বিকল হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।’

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘দ্বীপে যাত্রাকালে একটি ট্রলার বিকল হওয়ার খবর পেয়েছি। যাত্রীবাহী ট্রলারটি টেনে আনার জন্য দ্বীপ থেকে একটি ট্রলার পাঠানো হয়েছে। সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

সাড়ে ৭টার দিকে ট্রলারে থাকা মো. আবদুল্লাহ সরকার নামে এক যাত্রী তার ফেসবুকে লেখেন, ‘দুপুরে ট্রলারে করে ৪০ জন যাত্রী নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিনে রওনা দিয়েছি। ট্রলারটি বিকল হয়ে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে খুব ভয়ে আছি।’

/এফআর/
সম্পর্কিত
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
কুয়াকাটা সৈকতে ভেসে আসছে অসংখ্য জেলিফিশ
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!