X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানের উন্নয়ন অংশীদার হতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২১, ২১:৪৬আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২১:৫৭

অর্থনৈতিক সাফল্য ও অনেক সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের রহস্য আফগানিস্তানকে জানাতে চায় বাংলাদেশ। এর মাধ্যমে অস্থিতিশীল দেশটির উন্নয়ন অংশীদার হতে চায় বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব।

সোমবার (৯ আগস্ট) আফগান সমস্যা ও আঞ্চলিক স্থিতিশীলতা শীর্ষক এক ওয়েবিনারে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘আমরা চাই না দক্ষিণ এশিয়ার একটি দেশ ও এর জনগণ আর কোনও কষ্ট পাক।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘বাংলাদেশ নিজেকে আফগানিস্তানের একটি সম্ভাব্য উন্নয়ন অংশীদার ও বন্ধু হিসেবে বিবেচনা করে। আমাদের ভালো প্রথাগুলো আমরা তাদের জানাতে প্রস্তুত আছি।’

নারীর ক্ষমতায়ন, মৌলিক শিক্ষা, সামাজিক স্বাস্থ্য ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনাসহ অন্যান্য ক্ষেত্রে আফগানিস্তানকে সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত এবং সামনের দিনগুলোতে আরও নতুন সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করার জন্য দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে জানান পররাষ্ট্র সচিব।

বাংলাদেশের একাধিক এনজিও আফগানিস্তানে সুনামের সঙ্গে কাজ করছে জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘ব্র্যাক অনেক দিন ধরে সেখানে কাজ করছে। এর ফলে গ্রামে স্কুল ও স্বাস্থ্য ক্লিনিক গড়ে উঠেছে, যা এর আগে ছিল না। ওই দেশে বাংলাদেশিরা নিরাপদে থাকবে এটি আমি আশা করি।’

আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য কাতারে সব পক্ষের আলোচনাকে স্বাগত জানায় বাংলাদেশ। তবে একই সঙ্গে এই সঙ্গিন মুহূর্তে একটি নিরপেক্ষ ভূমিকা নিয়ে জাতিসংঘের এগিয়ে আসার প্রতি গুরুত্ব আরোপ করেছেন মাসুদ বিন মোমেন।

চলমান পরিস্থিতির ওপর বাংলাদেশ নজর রাখছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালীকরণ ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন গুরুত্বপূর্ণ।

আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে বাংলাদেশ এবং গণতান্ত্রিক আফগানিস্তান এই অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

/এসএসজেড/এমএস/এমওএফ/
সম্পর্কিত
নেপাল ও ভুটান সফরে গেলেন পররাষ্ট্র সচিব
জুন মাসের মধ্যে ইউরোপে দক্ষ শ্রমিক পাঠানোর রোডম্যাপ চূড়ান্ত হবে
কুড়িয়ে পাওয়া মাইন পেয়ে খেলছিল আফগান শিশুরা, বিস্ফোরণে নিহত ৯
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!