X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

আফগানিস্তানের উন্নয়ন অংশীদার হতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২১, ২১:৪৬আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২১:৫৭

অর্থনৈতিক সাফল্য ও অনেক সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের রহস্য আফগানিস্তানকে জানাতে চায় বাংলাদেশ। এর মাধ্যমে অস্থিতিশীল দেশটির উন্নয়ন অংশীদার হতে চায় বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব।

সোমবার (৯ আগস্ট) আফগান সমস্যা ও আঞ্চলিক স্থিতিশীলতা শীর্ষক এক ওয়েবিনারে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘আমরা চাই না দক্ষিণ এশিয়ার একটি দেশ ও এর জনগণ আর কোনও কষ্ট পাক।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘বাংলাদেশ নিজেকে আফগানিস্তানের একটি সম্ভাব্য উন্নয়ন অংশীদার ও বন্ধু হিসেবে বিবেচনা করে। আমাদের ভালো প্রথাগুলো আমরা তাদের জানাতে প্রস্তুত আছি।’

নারীর ক্ষমতায়ন, মৌলিক শিক্ষা, সামাজিক স্বাস্থ্য ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনাসহ অন্যান্য ক্ষেত্রে আফগানিস্তানকে সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত এবং সামনের দিনগুলোতে আরও নতুন সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করার জন্য দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে জানান পররাষ্ট্র সচিব।

বাংলাদেশের একাধিক এনজিও আফগানিস্তানে সুনামের সঙ্গে কাজ করছে জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘ব্র্যাক অনেক দিন ধরে সেখানে কাজ করছে। এর ফলে গ্রামে স্কুল ও স্বাস্থ্য ক্লিনিক গড়ে উঠেছে, যা এর আগে ছিল না। ওই দেশে বাংলাদেশিরা নিরাপদে থাকবে এটি আমি আশা করি।’

আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য কাতারে সব পক্ষের আলোচনাকে স্বাগত জানায় বাংলাদেশ। তবে একই সঙ্গে এই সঙ্গিন মুহূর্তে একটি নিরপেক্ষ ভূমিকা নিয়ে জাতিসংঘের এগিয়ে আসার প্রতি গুরুত্ব আরোপ করেছেন মাসুদ বিন মোমেন।

চলমান পরিস্থিতির ওপর বাংলাদেশ নজর রাখছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালীকরণ ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন গুরুত্বপূর্ণ।

আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে বাংলাদেশ এবং গণতান্ত্রিক আফগানিস্তান এই অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

/এসএসজেড/এমএস/এমওএফ/
সম্পর্কিত
তালেবানের সঙ্গে রাশিয়ার সম্পর্কোন্নয়নকে স্বাগত জানাল চীন
আফগান সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ৩০ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের
রাশিয়ার কাছে প্রথম স্বীকৃতি পেলো তালেবান
সর্বশেষ খবর
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল