X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

‘করোনার কারণে দরিদ্রের সংখ্যা ৪২ শতাংশ, গবেষণার তথ্য সঠিক নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২১, ১৬:০৪আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৬:০৪

করোনাকালীন পরিস্থিতির কারণে দরিদ্র লোকের সংখ্যা ৪২ শতাংশ হয়েছে, কয়েকটি গবেষণা প্রতিষ্ঠান যে তথ্য দিয়েছে তা সঠিক নয় বলে মন্তব্য করেছে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বলেন, তাদের সমীক্ষা পদ্ধতি গ্রহণযোগ্য নয়। এমনকি বাংলাদেশের অর্থনীতি নিয়ে তাদের প্রক্ষেপণগুলো বাস্তবসম্মত নয়।

শনিবার (১৪ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এলডিসির চ্যালেঞ্জ উত্তরণের সরকারের প্রস্তুতি নিয়ে ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, গবেষণা প্রতিষ্ঠান সানেম কর্তৃক অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা না করে শুধু কোভিড রেসপন্স প্ল্যান করার যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা সংবিধান বিরোধী। করোনার কারণে অর্থনীতিতে আঘাত এসেছে এবং তা উত্তরণে সরকার যথাযথ কর্মসূচি গ্রহণ করেছে। তবে এটি সত্য যে আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় এখনও দীর্ঘমেয়াদি লকডাউন বাস্তবায়ন সম্ভব নয়। দুর্নীতি না থাকলে প্রবৃদ্ধি আরও বাড়তো বলেও মনে করেন তিনি।

ছায়া সংসদ অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এলডিসি থেকে উত্তরণের পর অন্তত আরও ১২ বছর বিদ্যমান শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা প্রাপ্তির জন্য ইকনোমিক ডিপ্লোম্যাসি জোরদার করা। ওষুধ শিল্প পেমেন্ট সুবিধা বাড়ানোর জন্য জোর চেষ্টা অব্যাহত রাখা। বাংলাদেশের প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর লক্ষে ডুইং বিজনেস সূচকে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করার পরিকল্পনা গ্রহণ। অভিবাসন খাত হতে রেমিটেন্স প্রাপ্তির ধারা অব্যাহত রাখার জন্য অভিবাসন কূটনীতি জোরদার করা, জলবায়ু অর্থায়নে বৈদেশিক উৎসের উপর নির্ভর না করে অভ্যন্তরীণ উৎস থেকে জলবায়ুর অর্থায়ন নিশ্চিত করা; লিঙ্গ সমতা অর্জনের জন্য বাস্তবতার নিরিখে কার্যকর পদক্ষেপ নেওয়াসহ ১০ দফা সুপারিশ তুলে ধরেন।

ছায়া সংসদ প্রতিযোগিতায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশকে পরাজিত করে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া চ্যাম্পিয়ন হয়।

/আরটি/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বারবার নিষেধের পরেও চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন বাসটি’
‘বারবার নিষেধের পরেও চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন বাসটি’
পোশাকশ্রমিকদের ৯ দাবি
পোশাকশ্রমিকদের ৯ দাবি
প্রতিদিন ১০ হাজার কদম হাঁটলে মিলবে এই ৮ উপকারিতা
প্রতিদিন ১০ হাজার কদম হাঁটলে মিলবে এই ৮ উপকারিতা
ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে আইনি পরামর্শ চায় ফিফা
ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে আইনি পরামর্শ চায় ফিফা
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বিতর্ক
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বিতর্ক