X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বরিশালে সংঘর্ষের ঘটনায় ৯ আসামির জামিন

বরিশাল প্রতিনিধি
২৫ আগস্ট ২০২১, ১৫:১২আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৫:১২

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় ইউএনও এবং পুলিশের দায়ের করা দুই মামলায় ৯ আসামিকে জামিন দেওয়া হয়েছে। বুধবার (২৫ আগস্ট) দুপুর দেড়টায় বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসুম বিল্লাহ তাদের জামিন মঞ্জুর করেন।

আদালতের নিবন্ধন কর্মকর্তা খোকন চন্দ্র দে জানান, জামিনপ্রাপ্তরা হলেন- ইখতিয়ার উদ্দিন, আব্দুস সালাম মনু, মোমিন উদ্দিন কালু, কবির তালুকদার, হুমায়ন হাওলাদার, ইলিয়াস, জমির উদ্দিন, আলো গাজী ও নাসির উদ্দিন। এর মধ্যে উভয় মামলা থেকে জামিন পাওয়া আসামিরা হলেন- ইখতিয়ার উদ্দিন, আব্দুস সালাম মনু ও আলো গাজী।

আজ দুপুর সাড়ে ১২টায় বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস ও সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম জাহাঙ্গীর আসামিদের পক্ষে জামিন আবেদন করেন। এর শুনানি শেষে দুপুর দেড়টার দিকে বিচারক এ ৯ আসামির জামিন মঞ্জুর করেন। তবে এ দুই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা আরও সাত ও ঢাকায় চিকিৎসাধীন দুই আসামির জামিন হয়নি।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর বলেন, ‘উভয়পক্ষের উপস্থিতিতে শুনানি হয়েছে। তবে জামিন পাওয়া আসামিরা এখনও মুক্ত হননি, কারাগারে রয়েছেন।’

আসামিপক্ষের আইনজীবী তালুকদার মো. ইউনুস বলেন, ‘জামিন পাওয়ার অধিকার সবার রয়েছে। আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি। এখানে শুধুমাত্র গ্রেফতার আসামিদের জামিন আবেদন করা হয়েছে। অন্য অভিযুক্তদের জামিনের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রসঙ্গত, গত ১৮ আগস্ট (বুধবার) রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় ১৯ আগস্ট রাতে ইউএনও মুনিবুর রহমান ও পুলিশ বাদী হয়ে দুইটি মামলা দায়ের করেন।

/এফআর/
সম্পর্কিত
তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক 
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
আত্মসমর্পণ করে জামিন পেলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৩ নেতা
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা