X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

প্রেসিডেন্ট নাও হতে পারি: পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২১, ২২:০১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২২:৩০

টানা দুই দফা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন। সামনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় আবারও বিসিবি প্রধানের চেয়ারে বসার সুযোগ নাজমুল হাসান পাপনের সামনে। কিন্তু বুধবার বোর্ড সভা শেষে তার অন্য ইঙ্গিত। হাসতে হাসতেই বলেছেন, ‘প্রেসিডেন্ট নাও হতে পারি।’

সরকারের মনোনয়নে ২০১২ সালের অক্টোবরে বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন পাপন। ২০১৩ ও ২০১৭ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড সভাপতি হন। এবার নির্বাচন করলেও বোর্ড সভাপতি হবেন কিনা এই নিয়ে সিদ্ধান্তহীনতায় আছেন পাপন।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমাদের গতানুগতিকভাবে যেভাবে আসছিল, সেটা থেকে বের হওয়ার একটা চিন্তা-ভাবনা আমি করছি। এ জন্য আমি বলছি, বোর্ডের ডিরেক্টর ইলেকশন করতে পারি, কিন্তু প্রেসিডেন্ট নাও হতে পারি (হাসি)।’ এর আগে বিসিবির বার্ষিক সভায় (এজিএম) জানিয়েছিলেন, ডাক্তার তাকে ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

গত সপ্তাহে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয় বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবির। এজিএম শেষে বর্তমান কমিটি শেষবারের মতো বোর্ড সভায় বসেছিল বুধবার। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান কমিটি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে চায়। আগামী ১৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই হিসেবে তার আগে যেকোনও সময় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন নির্বাচন কমিশনার।

বুধবার বোর্ড মিটিং শেষে এ ব্যাপারে বিসিবি সভাপতি পাপন বলেছেন, ‘যত দ্রুত সম্ভব নির্বাচন হবে। আমরা চাইছি অক্টোবরে। বিশ্বকাপ সামনে, তার আগেই নির্বাচন সম্পন্ন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে চাই।’

গত ২৬ আগস্ট বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে বিসিবি সভাপতি জানিয়েছিলেন, এবারের নির্বাচনে চমক আসবে। বুধবার বোর্ড মিটিং শেষেও একই কথা বলেছেন তিনি, ‘অনেক কিছুই আসবে যা আগে কখনও হয়নি বা নতুন কিছু। নির্বাচনে ভিন্নতার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং আসবে। তবে এটা আজ ঘোষণা করছি না। নির্বাচন কমিশনার যখন কাজ শুরু করবেন, তখনই জানতে পারবেন, পরিবর্তন দেখতে পারবেন।’

/আরআই/কেআর/এমওএফ/
সম্পর্কিত
ভুল শুধরে সফল অঙ্কন, জিতেছে মোহামেডান
মুশফিকের ইনজুরিতে ভাগ্য খুললো হৃদয়ের
তামিম-ঈমনের হাফসেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের সহজ জয়
সর্বশেষ খবর
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!