X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

৪ বছরে চতুর্থ সেমিস্টার, কুবি ছাত্রের আত্মহত্যার হুমকি

কুবি প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২১, ২২:০৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২২:০৪

চার বছরে মাত্র চতুর্থ সেমিস্টারে। এর ওপর আটকে আছে পরীক্ষা। এতে হতাশায় ভেঙে পড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র পরীক্ষার দাবিতে আত্মহত্যার হুমকি দিয়েছেন। তার নাম আনিসুর রহমান। সে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচে ছাত্র।

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে ‘Comilla University’ নামের একটি ফেসবুক গ্রুপে আত্মহত্যার ঘোষণা দিয়ে ওই ছাত্র লেখেন, ‘আমি কুবির (কুমিল্লা বিশ্ববিদ্যালয়) বুকে শহীদ মিনারে আত্মহত্যা করবো। আত্মহত্যার ডেট হয়তো আর পেছাতে পারছি না! চার বছরে চার সেমিস্টার, অপেক্ষার অবসান কোথায়? আত্মহত্যা ছাড়া কোনও সমাধান দেখছি না। কারণ, আমার বর্ষের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেটার অনার্স শেষ। ন্যাশনালে পড়ুয়া শিক্ষার্থীরা চতুর্থ বর্ষে পড়ে। আমার এক বছরের ছোট জাবিতে পড়ুয়া বোন আমার বর্ষের। কুবিতে ভর্তি হওয়াটা কি আমাদের অপরাধ ছিল?’

‘পরিবারে যখন অভাব আর অসুস্থতা থাকে তখন স্বপ্নগুলো কতটা লজ্জা পায়। যেটা প্রশাসন হয়তো বুঝবে না। কারণ, ওনাদের মাস শেষে অ্যাকাউন্টে বেতন ঢুকে যাচ্ছে, অভাব বলতে কিছু নেই। অনার্স প্রথম আর শেষ বর্ষ বুঝি না। সব ব্যাচের একসঙ্গেই পরীক্ষা শুরু করতে হবে। কেননা সবাই জটে আছে। সেপ্টেম্বরের ১৫ তারিখের (সেপ্টেম্বর) মধ্যে পরীক্ষার রুটিন না পেলে আমি কুবির বুকে শহীদ মিনারে আত্মহত্যা করবো।’

তার স্ট্যাটাসটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। ওই শিক্ষার্থীকে ফোন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘আমি ওর সঙ্গে কথা বলেছি, ওর বিভাগের বিভাগীয় প্রধান বলেছে। আমরা বুঝিয়েছি। সে বুঝেছে, আশা করি কোনও সমস্যা হবে না। আটকে থাকা পরীক্ষাগুলো অনলাইনে নিলে কালকেই নিতে পারবে। আর অফলাইনে নিলে আমাদের পরীক্ষাগুলো খুব দ্রুত শুরু হয়ে যাবে।’

বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের বিভাগীয় প্রধান এন এম রবিউল আউয়াল চৌধুরী বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলেছি, যাতে কোনও কিছু করার আগে আমার সঙ্গে কথা বলে। আর বিভাগের প্রতি তার কোনও অভিযোগ নেই। কারণ, করোনার কারণে সবাই তো পিছিয়ে গেছে। আমরা তাদের সেশনজট কমাতে অনলাইন পরীক্ষার দিকে অনেকদূর এগিয়েছি।’

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আগামী ৯ সেপ্টেম্বর থেকে সশরীরে পরীক্ষা শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। যেখানে শুধুমাত্র স্নাতকোত্তর ও স্নাতক চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

/এফআর/
সম্পর্কিত
‘ধর্ষণের’ পর লোকলজ্জার ভয়ে বিষপানে কিশোরীর আত্মহত্যা
র‌্যাগিং: সিভাসুর ১৯ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার, ২ জনের ছাত্রত্ব বাতিল
পাঠ্যবইয়ের ভুল চিহ্নিত করে প্রস্তাব পাঠানোর আহ্বান
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে