‘ইসলামিক ভূখণ্ড’ স্বাধীন করতে ‘বিশ্বজুড়ে জিহাদের’ ডাক দিয়েছে জঙ্গিগোষ্ঠী তালেবান। আফগানিস্তান থেকে সর্বশেষ মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবানকে অভিনন্দন জানিয়ে দেওয়া এই বিবৃতিতে কাশ্মিরেও জিহাদের ডাক দিয়েছে জঙ্গিগোষ্ঠীটি। তবে সরকারি সূত্রের বরাতে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লির বিশ্বাস আল কায়েদার বিবৃতিতে কাশ্মিরের উল্লেখ থাকা আর চেচনিয়া এবং জিনজিয়াং-এর অনুপস্থিতি প্রমাণ করে এর পেছনে পাকিস্তানের হাত রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক কর্মকর্তা বলেন, আল কায়েদার বিবৃতিতে আন্তর্জাতিক জিহাদের কথা বলা উদ্বেগের কারণ। বিবৃতিটিতে কাশ্মিরের অন্তর্ভুক্তি কৌতুহলের কারণ তালেবানের এজেন্ডায় আগে এটা কখনোই ছিলো না। আল কায়েদার এই বিবৃতির পেছনে রয়েছে পাকিস্তানি আইএসআই (সামরিক গোয়েন্দা সংস্থা)। আল কায়েদার ওই বিবৃতি পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইয়্যেবা এবং জয়েশ-ই-মোহাম্মদকে ভারতে হামলা চালাতে উদ্বুদ্ধ করবে বলেও জানান ওই কর্মকর্তা।
ভারতের ঊর্ধ্বতন ওই কর্মকর্তা বলেন, ‘আল কায়েদার বিবৃতিটি বিশ্লেষণ করা হচ্ছে। ভারতের জন্য এটা মারাত্মক উদ্বেগের কারণ জানিয়ে তিনি বলেন, আল কায়েদা বিশ্বের মুসলমানদের উগ্রবাদী করার চেষ্টা করছে- এটা মানবতার জন্য বিপজ্জনক। পাকিস্তান তাদের এজেন্ডা এগিয়ে নিচ্ছে।’
আরও পড়ুন: তালেবানকে শুভেচ্ছা জানিয়ে কাশ্মিরকে মুক্ত করার ডাক আল কায়েদার