X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

১৪৪ ধারা ভেঙে মিছিল, ১১ আ.লীগ নেতাকর্মীকে মামলা থেকে অব্যাহতি

নোয়াখালী প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:৩০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:৩১

নোয়াখালীর পৌর এলাকায় সোমবার (৬ সেপ্টেম্বর) জারি করা ১৪৪ ধারা অমান্য করে মাইজদী শহরে মিছিল করার সময় পুলিশের হাতে গ্রেফতার আওয়ামী লীগের ১১ নেতাকর্মী মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

সুধরাম মডেল থানা পুলিশ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকালে তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক সাঈদ আল নাঁহীর আদালতে হাজির করে। শুনানি শেষে বিচারক তাদের জামিন দিয়ে মামলা থেকে অব্যাহতি দেন। নোয়াখালী কোর্ট পরিদর্শক মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।

মামলা থেকে অব্যাহতি পাওয়া নেতাকর্মীরা হলেন- জাহিদুল ইসলাম (১৯), বিজয় রবি দাস (১৯), হাবিবুর রহমান (১৮), ইফরান আহামেদ (২০), জাহিদ হোসেন (১৮), বিজয় (১৪), মো. রাসেল (২১), মো. আরজু (২৫), মো. জিহাদ (২০), মাহফুজুর রহমান (২১) ও মো. সোহেল (২৯)।

জানা গেছে, আওয়ামী লীগের তিন গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে নোয়াখালী পৌর এলাকায় সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। তবে ১৪৪ ধারা অমান্য করে ওইদিন ১১টা ২০ মিনিটে স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ৩০ থেকে ৪০ জন অনুসারী নোয়াখালী গণপূর্ত ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয় যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়ে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে মিছিলকারীরা হাতাহাতি শুরু করে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে এবং ১১ নেতাকর্মীকে আটক করে সুধারাম মডেল থানায় নিয়ে যায়।

এই ঘটনায় সোমবার রাতে সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুজন বাদী হয়ে ১৮৮ ধারায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার ১১ নেতাকর্মীকে আজ বিকালে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নুর আলম জিকু। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বলেন, ‘শুনানি শেষে আদালত ১১ আসামির সবাইকে মামলা থেকে অব্যাহতি দেন।’

নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু বলেন, ‘১১ জনের মধ্যে দুই/এক জন আমাদের লোক ছিল। বাকিরা বিভিন্ন উপজেলার। তাদেরকে আদালতে হাজির করলে বিচারক জামিন দিয়ে দেন।’

/এফআর/
সম্পর্কিত
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
আত্মসমর্পণের পর কারাগারে  বিএনপি নেতা হাবিব-দীপক
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
সর্বশেষ খবর
জয়পুরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে ও চট্টগ্রামে কাস্টমসে দুদকের অভিযান
জয়পুরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে ও চট্টগ্রামে কাস্টমসে দুদকের অভিযান
বাংলাদেশ ও আর্জেন্টিনা যেসব খেলায় সহযোগিতা প্রত্যাশী
বাংলাদেশ ও আর্জেন্টিনা যেসব খেলায় সহযোগিতা প্রত্যাশী
জনসচেতনতাই টেকসই উন্নয়নের পথ সুগম করতে পারে: স্পিকার
জনসচেতনতাই টেকসই উন্নয়নের পথ সুগম করতে পারে: স্পিকার
ধ্রুব এষ হাসপাতালে
ধ্রুব এষ হাসপাতালে
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট