X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার গাড়িবহরে হামলা: আসামিদের আপিল নামঞ্জুর

সাতক্ষীরা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৬

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলার আসামিদের জামিন নামঞ্জুরের আদেশ বহাল রয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ রায় দেন। 

এসব আপিল মামলা নিষ্পত্তির জন্য ইতোপূর্বে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন হাইকোর্ট। এই সময়ের মধ্যেই রায় ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ।

মামলার বিবরণে জানা যায়, কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দ্রুত বিচার আইনের মামলায় গত ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রায়ে ৫০ আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়। রায়ে ক্ষুব্ধ হয়ে দায়রা জজ আদালতে ক্রিমিনাল আপিল মামলা করেন আসামিপক্ষ। এর মধ্যে আসামি গোলাম, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, অ্যাডভোকেট আব্দুস সামাদ, জহুরুল ইসলাম, শাহাবুদ্দীন, রকিব ও মনিরুল ইসলাম মামলা করেন।

সেই সঙ্গে তারা দায়রা জজ আদালতে জামিনের আবেদনও করেন। কিন্তু তাদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়। এ কারণে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন আবেদন করেন।

হাইকোর্ট আসামিদের জামিন না দিয়ে দায়রা জজ আদালতে তাদের করা ক্রিমিনাল আপিল মামলা ২৫ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী চারটি আপিল মামলা সম্প্রতি দায়রা জজ আদালতে দ্রুত শুনানি সম্পন্ন হয়। আজ অ্যাডভোকেট আব্দুস ছাত্তারের আপিল মামলা ছাড়া বাকি তিনটি মামলায় রায়ের জন্য দিন ধার্য করেন আদালত। এছাড়া আব্দুস ছাত্তারের আপিল ২৭/২১ নম্বর মামলাটিতেও তৃতীয় দিনের মতো শুনানির জন্য দিন রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়ায় যান। পরে বেলা ১২টার দিকে তিনি সফর সঙ্গীদের নিয়ে কলারোয়া হয়ে যশোরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কলারোয়া বাজারের বিএনপি অফিসের সামনে পৌছালে তার ওপর হামলার ঘটনা ঘটে।

/এসএইচ/
সম্পর্কিত
হিজবুল্লাহর ৪০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান পাকিস্তান ও ইরানের
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী