X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

৩৫ কাঠুরিয়া হত্যার বিচার হয়নি পঁচিশ বছরেও

খাগড়াছড়ি প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২১, ২০:৩০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২০:৩০

পাকুয়াখালী ট্রাজেডি দিবস আজ (৯ সেপ্টেম্বর)। ১৯৯৬ সালের এ দিনে রাঙ্গামাটির লংগদু উপজেলার পাকুয়াখালীর গহীন অরণ্যে শান্তিবাহিনীর হাতে ৩৫ জন বাঙালি কাঠুরিয়া প্রাণ হারান। এ ঘটনার ২৫ বছর পার হলেও এ হত্যাকাণ্ডের এখনও বিচার পাননি নিহতদের স্বজনরা। এই হত্যাকাণ্ডের কথা স্মরণ করে এখনও কেঁদে ওঠেন লংগদু উপজেলার মানুষ।

এই দিনটিকে শোকাবহ দিবস হিসেবে পালন করে আসছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদসহ বেশকিছু সংগঠন। তারা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের এই দিনে নিহত কাঠুরিয়াদের গণকবর জিয়ারত, প্রতিবাদ সভা, শোক র‌্যালি ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার শহরের শাপলা চত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে ৩৫ জন নিরীহ বাঙালি কাঠুরিয়া হত্যার প্রতিবাদে এবং তাদের পরিবারগুলোকে পুনর্বাসনের দাবিতে শোক র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

প্রতিবাদ কর্মসূচিতে পিসিএনপির জেলা সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ বলেন, ‘১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর সন্তু লারমার নেতৃত্বাধীন পিসিজেএসএসের সশস্ত্র শাখা শান্তিবাহিনী কর্তৃক রাঙামাটি জেলার পাকুয়াখালীতে নিরীহ এবং নিরস্ত্র বাঙালি কাঠুরিয়াদের ওপর নির্মম নির্যাতনের পর হত্যাকাণ্ড চালিয়ে তাদের বীভৎস মানসিকতার এক জঘন্যতম দৃষ্টান্ত স্থাপন করেছিল। পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে এই দিনটি একটি নৃশংসতম বর্বর গণহত্যার দিন। এই দিনে ৩৫ জন নিরীহ বাঙালি কাঠুরিয়াকে নির্মমভাবে হত্যা করেছিল শান্তি বাহিনী।

‘তাদের ক্ষত-বিক্ষত, বিকৃত লাশের নির্মম দৃশ্য দেখে সেদিন শোকে ভারী হয়ে উঠেছিল পরিবেশ। হাত-পা বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে, দা-দিয়ে কুপিয়ে, বন্দুকের বেয়নেট ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নানাভাবে কষ্ট দিয়ে হত্যা করেছিল সেদিন অসহায় ওই মানুষগুলোকে। প্রতিটি লাশকেই বিকৃত করে সেদিন চরম অমানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে শান্তিবাহিনী।’

তার দাবি, মানবাধিকার এবং ন্যায়ের ভিত্তিতে পাবর্ত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্যই পাকুয়াখালী গণহত্যাসহ পাহাড়ে সব বাঙালি গণহত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করা প্রয়োজন। তা না হলে পাবর্ত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আশা কোনোদিনই সফল হবে না।

বাঘাইছড়ি পৌরসভার সাবেক মেয়র আলমগীর কবির বলেন, ‘তৎকালীন লংগদুর ৩৫ জন কাঠুরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুলতান মাহমুদ চৌধুরীর নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং এই কমিটি ২০১৬ সালের ৩১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করেন। কিন্তু আজ পর্যন্ত ওই তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। পুনর্বাসন করা হয়নি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে। তাদের ছেলেমেয়েদের শিক্ষার ব্যাপারে কোনও দায়িত্ব নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে। তারা আজ শিক্ষা-দীক্ষাহীনভাবে অতি কষ্টের সঙ্গে মানবেতর দিন যাপন করছে।’

তিনি আরও বলেন, ‘১৯৯৭ সালে শান্তিবাহিনী সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে অস্ত্র জমা দিলেও তারা আগের অবস্থান থেকে সরে এসেছে বলে আমরা বিশ্বাস করি না। কারণ পাহাড়ে অস্ত্রবাজি এবং চাঁদাবাজি রয়ে গেছে আগের মতোই। পাহাড়ে সংগঠিত বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে বোঝা যায় ধীরে ধীরে তারা অস্ত্রের মজুত বাড়িয়ে আরও শক্তিশালী হচ্ছে।’ এজন্য পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য পাকুয়াখালী গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের তদন্তের প্রতিবেদন প্রকাশ করে বিচার প্রক্রিয়া দ্রুত শুরুর দাবি করেন তিনি।

 

/এমএএ/
সম্পর্কিত
চুরির অপবাদ দিয়ে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যা, ‘মূলহোতা’ গ্রেফতার
রাজধানীর কামরাঙ্গীরচরে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: খালাস চেয়ে হাইকোর্টে হিটু শেখের আপিল
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক