ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা হয়েছে গতকাল। দলটিতে মহেন্দ্র সিং ধোনি মেন্টর হিসেবে দায়িত্ব পাওয়ার ২৪ ঘণ্টাও পার হয়নি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে (বিসিসিআই) ধোনির বিরুদ্ধে স্বার্থ জনিত সংঘাতের অভিযোগ করেছেন এক ব্যক্তি।
ধোনির বিরুদ্ধে অভিযোগকারী ব্যক্তিটি হচ্ছেন, মধ্যপ্রদেশ ক্রিকেট বোর্ডের অজীবন সদস্য সঞ্জীব গুপ্তা। এর আগেও এই ব্যক্তি একই ধরনের অভিযোগ এনেছেন বিভিন্নজনের বিরুদ্ধে।
গুপ্তা দাবি করেছেন, আইন অনুযায়ী ধোনির নিয়োগ আসলে স্বার্থজনিত সংঘাতের লংঘন। কারণ তিনি আইপিএল দল চেন্নাই সুপার কিংসেরও অধিনায়ক। ফলে এক ব্যক্তি দুই পদে একসঙ্গে থাকতে পারেন না।
এর সত্যতা নিশ্চিত করে বিসিসিআই-এর এক মুখপাত্র পিটিআইকে বলেছেন, ‘হ্যাঁ, গুপ্তা বোর্ডের সদস্য, সভাপতি সৌরভ গাঙ্গুলীকে চিঠি দিয়েছেন। তিনি জানিয়েছেন, বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী এক ব্যক্তি দুটি পৃথক পোস্টে থাকতে পারেন না। আমরা বিষয়টি নিয়ে আইনী বিশেষজ্ঞদের সঙ্গে বসবো।’