X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

আফগানদের প্রতি সংহতি জানাতে বৈঠকে বসছে জাতিসংঘ

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২১, ২০:০৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২০:০৯

তালেবান শাসনে আফগান নাগরিকদের প্রতি সংহতি জানাতে বৈঠকে বসছে জাতিসংঘ। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

আফগানদের প্রতি সংহতি জানানোর পাশাপাশি দেশটিতে মানবিক সহায়তা পাঠানোর বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হবে।

এদিকে এই বৈঠককে সামনে রেখে আফগানিস্তানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর তালেবানের সহিংসতার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জেনেভোয় এক প্রেস ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন সংস্থাটির অধিকার বিষয়ক মুখপাত্র রাভিনা শামদাসানি। তিনি বলেন, আমরা তালেবানের প্রতি অবিলম্বে শক্তি প্রয়োগ বন্ধের আহ্বান জানাই। শান্তিপূর্ণ বিক্ষোভকারী এবং বিক্ষোভের খবর সংগ্রহকারী সংবাদকর্মীদের নির্বিচারে আটক বন্ধের আহ্বান জানাই।

রাভিনা শামদাসানি বলেন, আন্দোলনকারীদের ওপর তালেবানের দমননীতির ফলে অন্তত চার বিক্ষোভকারী নিহত হয়েছেন। বিক্ষোভে অংশগ্রহণকারীদের ঘরে ঘরে তল্লাশি চালানোরও খবর পাওয়া গেছে।

তিনি বলেন, সংবাদকর্মীদের ভয় দেখানো হচ্ছে। মাথায় লাথি মারা হয়েছে এমন একজন সাংবাদিককে বলা হয়েছে, আপনি ভাগ্যবান যে আপনার শিরচ্ছেদ করা হয়নি।

অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত আফগান দূত তালেবান সরকারকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। ক্ষমতাচ্যুত আশরাফ গণি সরকারের নিযুক্ত গুলাম ইসাকজাই এখনও জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছেন। তিনি নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে সদস্য দেশগুলোর প্রতি এই আহ্বান জানিয়েছেন।

গুলাম ইসাকজাই বলেন, তালেবান সরকারকে স্বীকৃতি না দিয়ে বরং তাদের অন্তর্বর্তী মন্ত্রিসভায় স্থান পাওয়া নেতাদের বিরুদ্ধে যেন নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ।

/এমপি/
সম্পর্কিত
তালেবানের সঙ্গে রাশিয়ার সম্পর্কোন্নয়নকে স্বাগত জানাল চীন
‘রোহিঙ্গা প্রত্যাবাসনে রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব’
আফগান সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ৩০ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল