X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আফগানদের প্রতি সংহতি জানাতে বৈঠকে বসছে জাতিসংঘ

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২১, ২০:০৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২০:০৯

তালেবান শাসনে আফগান নাগরিকদের প্রতি সংহতি জানাতে বৈঠকে বসছে জাতিসংঘ। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

আফগানদের প্রতি সংহতি জানানোর পাশাপাশি দেশটিতে মানবিক সহায়তা পাঠানোর বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হবে।

এদিকে এই বৈঠককে সামনে রেখে আফগানিস্তানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর তালেবানের সহিংসতার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জেনেভোয় এক প্রেস ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন সংস্থাটির অধিকার বিষয়ক মুখপাত্র রাভিনা শামদাসানি। তিনি বলেন, আমরা তালেবানের প্রতি অবিলম্বে শক্তি প্রয়োগ বন্ধের আহ্বান জানাই। শান্তিপূর্ণ বিক্ষোভকারী এবং বিক্ষোভের খবর সংগ্রহকারী সংবাদকর্মীদের নির্বিচারে আটক বন্ধের আহ্বান জানাই।

রাভিনা শামদাসানি বলেন, আন্দোলনকারীদের ওপর তালেবানের দমননীতির ফলে অন্তত চার বিক্ষোভকারী নিহত হয়েছেন। বিক্ষোভে অংশগ্রহণকারীদের ঘরে ঘরে তল্লাশি চালানোরও খবর পাওয়া গেছে।

তিনি বলেন, সংবাদকর্মীদের ভয় দেখানো হচ্ছে। মাথায় লাথি মারা হয়েছে এমন একজন সাংবাদিককে বলা হয়েছে, আপনি ভাগ্যবান যে আপনার শিরচ্ছেদ করা হয়নি।

অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত আফগান দূত তালেবান সরকারকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। ক্ষমতাচ্যুত আশরাফ গণি সরকারের নিযুক্ত গুলাম ইসাকজাই এখনও জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছেন। তিনি নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে সদস্য দেশগুলোর প্রতি এই আহ্বান জানিয়েছেন।

গুলাম ইসাকজাই বলেন, তালেবান সরকারকে স্বীকৃতি না দিয়ে বরং তাদের অন্তর্বর্তী মন্ত্রিসভায় স্থান পাওয়া নেতাদের বিরুদ্ধে যেন নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ।

/এমপি/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা