তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের নতুন অন্তর্বর্তীকালীন সরকার দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আসবে। তারা জনগণের জন্য কাজ করবে। শুক্রবার এমন আশাবাদ জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র অসিম ইফতিখার আহমেদ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
অসিম ইফতিখার আহমেদ বলেন, পাকিস্তান আফগানিস্তানের বিদ্যমান পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছে। এর মধ্যে শাসনকাজ পরিচালনায় একটি নতুন রাজনৈতিক কাঠামো গঠনের বিষয়টিও রয়েছে।
তিনি বলেন, আমরা আশা করি নতুন রাজনৈতিক ব্যবস্থা আফগানিস্তানে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সমন্বিত প্রচেষ্টা নিশ্চিত করবে। একইসঙ্গে তারা আফগান জনগণের মানবিক ও উন্নয়ন চাহিদার বিষয়ে যত্নশীল হবে।
এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কোনও পরিকল্পনা এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেই। তবে কোনও বিষয়ে মার্কিন স্বার্থ থাকলে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে।
আফগানিস্তানে পাকিস্তানের ভূমিকা নিয়ে জানতে চাইলে নেড প্রাইস বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও জার্মানির সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠকে ইসলামাবাদ তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। গত ২০ বছরের অর্জন তারা জলাঞ্জলি দিতে চায় না।