জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় একটি দ্বীপের কাছে একটি সাবমেরিন দেখা গেছে। এটি চীনের হতে পারে বলে জানিয়েছে জাপান। রবিবার জাপানের এই ঘোষণার মধ্য দিয়ে প্রশান্ত মহাসাগরে চলমান উত্তেজনা বহাল থাকার ইঙ্গিত মিলছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার জাপানের নৌবাহিনী আমামি ওশিমা দ্বীপের কাছে আঞ্চলিক জলসীমার বাইরে একটি ডুবন্ত জাহাজ শনাক্ত করে। এর কাছাকাছি এলাকায় চীনের একটি ডেস্ট্রয়ারও শনাক্ত হয়।
গত কয়েক বছরে বেশ কয়েকবারই টোকিও আঞ্চলিক জলসীমা এবং বিরোধপূর্ণ জলসীমায় চীনা অনুপ্রবেশের অভিযোগ তুলেছে। অন্যদিকে চীন প্রায়ই দক্ষিণ চীন সমুদ্রে মার্কিন জাহাজ চলাচলের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে থাকে।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী নবুও কিশি তার কর্মীদের জাহাজটির বিষয়ে তথ্য সংগ্রহ করতে এবং জরুরি ভিত্তিতে নজরদারি অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন।
তবে জাপানের অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি চীন।