X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

‘গ্রুপ স্টাডি ও ব্যবহারিকে জটিল বিষয় সহজ হবে’

বরিশাল প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৫

সরকারি সিদ্ধান্তের আলোকে সোমবার (১৩ সেপ্টেম্বর) থেকে দেশের মেডিক্যাল কলেজ হাসপাতালগুলো খুলে দেওয়া হয়েছে। বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসেও ফিরেছেন শিক্ষার্থীরা। তবে আজ শিক্ষার্থীদের কোনও ক্লাস নেওয়া হয়নি। তবে ক্যাম্পাসে ফিরতে পেরে ভালো লাগছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। সরাসরি ক্লাসে ফেরায় গ্রুপ স্টাডি ও ব্যবহারিকসহ অন্যান্য নানা বিষয়ে সুবিধা পাওয়া যাবে। এতে পড়াশোনার অনেক জটিল বিষয় সহজ হবে বলেও জানিয়েছেন তারা।   

শিক্ষার্থীরা জানান, তারা সবাই করোনার দুই ডোজ টিকা সম্পন্ন করেই কলেজে ফিরেছেন। দীর্ঘদিন পর ক্যাম্পাসে এসে তাদের অনেক ভালো লাগছে। সরাসরি শিক্ষকদের সামনে ক্লাস করতে পারবেন বলে পড়াশোনার নানা সমস্যা কেটে যাবে বলে আশাবাদী তারা। 

শিক্ষার্থীরা আরও বলেন, অনলাইনে হাতে-কলমে শেখার কোনও সুযোগ নেই। তবে এখন সরাসরি পাঠদান শুরু হওয়ায় ব্যবহারিক ক্লাসের সুযোগ পাবেন তারা। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও জটিলতা কাটিয়ে উঠে যাবে বলে জানান শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা আরও বলেন, ক্লাস বন্ধ থাকায় সহপাঠীদের সঙ্গে তেমন কোনও বিষয় নিয়ে কথা বলতে পারিনি। তবে এখন অনেক কঠিন বিষয়ে গ্রুপ স্টাডি করে ভালোভাবে রপ্ত করা সম্ভব হবে। তাদের মতে, সরাসরি ক্লাস আর অনলাইন ক্লাসের মধ্যে রয়েছে বিশাল ব্যবধান। কারণ সরাসরি ক্লাসে না বুঝলেও পরবর্তীতে স্যারদের কাছে গিয়ে বিষয়টি বোঝা যায়। অথবা লাইব্রেরি ও সহপাঠীদের সাহায্য নেওয়া যায়। কিন্তু অনলাইন ক্লাসে সে সুযোগটা নেই বললেই চলে। এ জন্য ক্লাস শুরু হওয়ায় তারা দারুণ খুশি। তারা স্বাস্থ্যবিধি মেনেই ক্লাস করবে বলে জানিয়েছেন।

ক্লাস শুরু না করার বিষয়ে শিক্ষার্থীরা জানান, এখন পর্যন্ত হোস্টেলে সব শিক্ষার্থীরা আসেনি। এ কারণে শিক্ষকরা আগামী সপ্তাহ থেকে ক্লাস শুরুর বিষয়ে আমাদের জানিয়েছেন। মেডিক্যাল কলেজের প্রতিটি ক্লাসের গুরুত্ব রয়েছে। এ কারণে সব শিক্ষার্থীদের উপস্থিতিতে শিক্ষকরা ক্লাস পরিচালনা করতে চাইছেন, আমরাও তা করতে চাই। 

শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান শাহিন বলেন, ১৬ সেপ্টেম্বর থেকে আমাদের ক্লাস শুরু হবে। স্বাস্থ্যবিধি মেনেই শ্রেণিকক্ষে ক্লাস নেওয়া হবে। এ জন্য প্রতিটি শিক্ষার্থীর দুই ডোজ টিকা বাধ্যতামূলক। এরসঙ্গে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে। সরকারের দেওয়া সব নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
নির্দেশনা না মেনে বিদ্যালয় খোলা রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা