X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

মোহামেডান ঘিরে স্বপ্ন দেখছেন, দেখাচ্ছেন মুশফিক-সৌম্য-তাসকিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৫২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৫২

দীর্ঘদিন ধরেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের শিরোপা জেতা হয়নি মোহামেডানের। সেই ২০০৯-১০ মৌসুমে শেষবার শিরোপার স্বাদ পেয়েছিল ঐতিহ্যবাহী ক্লাবটি। এরপর শিরোপা জেতা তো দূরে থাক, ভালো মানের দলও গঠন করতে দেখা যায়নি মোহামেডানকে। গত মৌসুমে মোহামেডানের নতুন কমিটি সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে নিয়ে ভালো দল গড়ে। গত বছর কুড়ি ওভারের ফরম্যাটে দলগতভাবে সফল ছিল না। যদিও এবার নতুন উদ্যমে মুশফিক-মাহমুদউল্লাহ-সৌম্য-মিরাজদের দলে ভিড়িয়ে শক্তিশালী দল গঠন করেছে তারা। এই দল নিয়ে শিরোপার স্বপ্নে বিভোর দলে আসা ক্রিকেটাররাও।

আগের মৌসুমেগুলোর চারটিতেই আবাহনীর জার্সিতে খেলেছিলেন তাসকিন। গত মৌসুমে মোহামেডানে নাম লেখানো তাসকিন এবারও আছেন ঐতিহ্যবাহী ক্লাবটিতে। চুক্তি নবায়ন করে মোহামেডানের শিরোপা খরা কাটানোর ঘোষণা তার, ‘আপনারা (সমর্থক) সবসময় যেভাবে সাপোর্ট করে আসছেন, সেভাবেই আমাদের পাশে থাকবেন। আমরা এবার শিরোপা উপহার দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই, এবার আমাদের লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়ার। গত বছরের চেয়ে এবারের দল অনেক বেশি ভালো। অনেক বড় নাম আছে। আসলে শুধু নাম দিয়ে তো হবে না! আমার বিশ্বাস সবাই দারুণ টিমমেট। সবাই দলগতভাবে পারফরম্যান্স করতে পারলে আমরা নিশ্চিতভাবেই চ্যাম্পিয়ন হবো।’

মোহামেডানের সঙ্গে চুক্তি নবায়ন করতে পেরে খুশি তাসকিন, ‘গত বছর মোহামেডনে খেলেছিলাম, এবারও খেলতে পারছি। সব মিলিয়ে দারুণ অনুভূতি। গত বছর সাকিব ভাই যুক্ত হওয়ার পর আমরা দলগতভাবে যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করেছি।’

তাসিকনের কাছে ঐতিহ্যবাহী দুই ক্লাব মোহামেডান ও আবাহনীতে খেলাটা অন্যরকম অনুভূতির, ‘সবসময়ই আবাহনী-মোহামেডান ম্যাচ মানে বাড়তি উত্তেজনা। আমি আবাহনীতে চার বছর খেলেছি। আর মোহামেডানে দ্বিতীয়বার। আবাহনী-মোহামেডানের হয়ে খেলা মানে আমার কাছে গর্বের। এসব ম্যাচে অন্যরকম একটা অনুভূতি থাকে। আমি খুবই উপভোগ করি।’

তাসকিন দ্বিতীয়বারের মতো মোহামেডানে খেললেও সৌম্য প্রথমবার যুক্ত হয়েছেন। তিনিও মনে করেন, এই দল নিয়ে শিরোপা খরা কাটানো সম্ভব, ‘দলটা অবশ্যই অনেক ভালো হয়েছে। অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। সবকিছু মিলিয়ে দল যেভাবে গোছানো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার এবার প্রথমবার মোহামেডানে খেলা। অবশ্যই চাইবো চ্যাম্পিয়ন হয়ে স্মৃতিটা ধরে রাখতে। চেষ্টা করবো দল অনুযায়ী আমাদের সেরা ক্রিকেট খেলে শিরোপা পুনরুদ্ধার করার।’

গত বছর আবাহনীর জার্সিতে খেলা মুশফিক এবার খেলবেন মোহামেডানের জার্সিতে। ঐতিহ্যবাহী ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে মুশফিক বলেছেন, ‘মোহামেডান অবশ্যই শীর্ষ দলগুলোর একটি। শেষ কয়েক বছরে তারা সাফল্য পায়নি। এজন্যই এবার পরিকল্পনা করেছে ভালো ক্রিকেটারদের নিতে। আমি সৌভাগ্যবান ও সম্মানিত বোধ করছি। অবশ্যই চেষ্টা থাকবে শিরোপার জন্য লড়াই করার। অনেক ভাগ্যের ব্যাপার যদিও থাকে লিগে। তবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে ধরনের দল দরকার, তা গড়া হয়েছে। দল হিসেবে পারফর্ম করতে পারলে, অবশ্যই শিরোপা আমাদের হবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
ডাবল সেঞ্চুরি না হলেও রেকর্ডবুকে মুশফিক
বৃষ্টির পর এলোমেলো বাংলাদেশের ৪৮৪ রানে দিন শেষ
অভিজ্ঞতার মূল্য কতখানি দিচ্ছেন মুশফিক? 
সর্বশেষ খবর
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল