X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ঘুষের টাকা ফেরত দিলেন পুলিশ কর্মকর্তা

ময়মনসিংহ প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২১, ২২:২২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২২:২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিয়ে সংক্রান্ত ঘটনায় মামলা দায়েরের জন্য বরের পরিবারের কাছ থেকে নেওয়া ঘুষের টাকার আংশিক ফেরত দিয়েছেন পুলিশের অভিযুক্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল হাসান। শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বর মিজান মিয়া বিজয়ের মামা বাবুল মিয়ার কাছে স্থানীয় গ্রাম পুলিশ মানিকের মাধ্যমে ১৫ হাজার টাকা ফেরত দেওয়া হয়। যদিও তিনি বর পক্ষ থেকে ২৪ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মিজান মিয়া বিজয়ের মা সাবিনা আক্তার বলেন, ‘গত শনিবার এএসআই কামরুল হাসান গ্রাম পুলিশ মানিকের মাধ্যমে আমার পিতা কলিম উদ্দিনের কাছে ঘুষের ১৫ হাজার টাকা ফেরত পাঠায়। ওই টাকা আমার পিতা না নিয়ে ফেরত দেয়। পরে সন্ধ্যার দিকে মানিক উচাখিলা বাজারে আমার ছোট ভাই বাবুলের কাছে ১৫ হাজার টাকা ফেরত দেয় এবং মানিকের মোবাইলে বাবুলের সঙ্গে এএসআই কামরুলের কথা হয়। ভয়ে ঘুষের টাকা ফেরত দেওয়ার বিষয়টি আমরা কাউকে জানাইনি। তবে বর ও কনে পক্ষের কাছ থেকে ঘুষ নেওয়ার গণমাধ্যমে প্রকাশের পর ভয় কেটে যায়। তবে বাকি টাকা কবে ফেরত দেবে এটা কামরুল জানায়নি।’

এদিকে বর পক্ষের আংশিক টাকা ফেরত দিলেও কনে পক্ষের কাছ থেকে নেওয়া ২৭ হাজার টাকা এখনও ফেরত দেননি এএসআই কামরুল।

ঘুষের ১৫ হাজার টাকা ফেরত দেওয়ার কথা স্বীকার করে এএসআই কামরুল হাসান বলেন, ‘মামলা নথিভুক্ত করতে ও বর বিজয়কে উদ্ধারে থানার (ঈশ্বরগঞ্জ) ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) স্যারকে দেওয়ার জন্য গ্রাম পুলিশ মানিকের মাধ্যমে বর পক্ষের কলিম উদ্দিন ১৫ হাজার টাকা আমার কাছে পাঠিয়েছিল। এই নিয়ে সমস্যা তৈরি হওয়ায় ওসি স্যারের কাছ থেকে ১৫ হাজার টাকা ফেরত নিয়ে মানিকের মাধ্যমে বিজয়ের মামা বাবুলের কাছে ফেরত দেওয়া হয়েছে। ভয়ে প্রথমে বিজয়ের নানা কলিম উদ্দিন টাকা নিতে চাননি, পরে মোবাইল ফোনে কথা বলে বাবুলের কাছে টাকা দেওয়া হয়।’ বাকি টাকা ফেরতের বিষয়ে কামরুল কিছু জানাতে পারেননি। তবে বিষয়টি সঠিকভাবে তদন্ত হলে তিনি ‘দোষী সাব্যস্ত হবেন না’ বলে দাবি করেছেন।

তবে এএসআই কামরুল হাসানের করা অভিযোগ অস্বীকার করে ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিপদে পড়ে এএসআই কামরুল হাসান আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কথা বলছে।’ এ বিষয়ে তিনি ‘কিছুই জানেন না’ বলে দাবি করেন। তিনি আরও জানান, তদন্ত হলেই মূল রহস্য বের হয়ে আসবে।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট উপজেলার উচাখিলার আলাদিয়া গ্রামের তারা মিয়ার নবম শ্রেণি পড়ুয়া ছেলে মিজান মিয়া বিজয়ের সঙ্গে প্রতিবেশী এক মামাতো বোনের জোরপূর্বক পাঁচ লাখ টাকা দেনমোহরে বিয়ে দেওয়া হয়। বরের বয়স ছিল ১৪, কনের ১৮-এর উপরে। জোরপূর্বক বিয়ের পর কনের বাড়িতে আটকে রাখার কয়েকদিনের মাথায় নতুন জামাই-বউকে কৌশলে অন্যত্র সরিয়ে দেওয়া হয়। এই নিয়ে বরের পরিবার থেকে কিশোর বিজয়কে উদ্ধার এবং কনের পরিবার থেকে বিয়ের পর যৌতুকের দাবিতে মারধর ও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা দায়ের করতে দুই পক্ষ থানায় যায়।

অভিযোগ রয়েছে, মামলা নথিভুক্ত করতে বিজয়ের পরিবার থেকে ২৪ হাজার ও কনের পরিবার থেকে ২৭ হাজার টাকা ঘুষ নেন এএসআই কামরুল হাসান।

এ ঘটনায় শনিবার এএসআই কামরুল হাসানকে ঈশ্বরগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে যোগদানের নির্দেশ দেন জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান।

/এফআর/
সম্পর্কিত
মধুমতি ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের
দুর্নীতি মামলায় এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন
বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী