X
বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১, ৭ আশ্বিন ১৪২৮

সেকশনস

সিলেটে করোনায় ১১৩২ জনের মৃত্যু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৯

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫৩ জনের। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৩২ জনে। আর মোট ৫৪ হাজার ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় এ তথ্য জানান।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। করোনা শনাক্ত হয়েছে ৫৩ জনের। তাদের মধ্যে ২২ জন সিলেট জেলার বাসিন্দা। অন্যদের মধ্যে সুনামগঞ্জের ৯, হবিগঞ্জের ১১ ও মৌলভীবাজার জেলার ১১ জন।

সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট ৫৪ হাজার ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ২৭৫ জন, সুনামগঞ্জে ছয় হাজার ২০৯ জন, হবিগঞ্জে ছয় হাজার ৫৮৫ জন ও মৌলভীবাজারে সাত হাজার ৯৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৫৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১০০ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে ১৫ জন হবিগঞ্জের ও মৌলভীবাজার জেলার ৩৮ জন রয়েছেন।

করোনায় সিলেট জেলায় সর্বোচ্চ ৯৪১ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৭ জন ও মৌলভীবাজারে ৭২ জন মারা গেছেন।

/এসএইচ/

সম্পর্কিত

রামেকের করোনা ইউনিটে ২২ দিনে ১৩৮ জনের মৃত্যু

রামেকের করোনা ইউনিটে ২২ দিনে ১৩৮ জনের মৃত্যু

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ৬ মাস পরেও থাকছে অ্যান্টিবডি

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ৬ মাস পরেও থাকছে অ্যান্টিবডি

করোনার টিকা বাসায় নিতে না দেওয়ায় টেকনোলজিস্টকে পিটিয়ে আহত

করোনার টিকা বাসায় নিতে না দেওয়ায় টেকনোলজিস্টকে পিটিয়ে আহত

ছাদের পিলারে ঝুলছিল দুই বোনের লাশ

ছাদের পিলারে ঝুলছিল দুই বোনের লাশ

রফতানির খবরে ইলিশের কেজি ৮৫০ টাকা 

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৮

উপকূলীয় এলাকায় জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। ইলিশের সবচেয়ে বড় বাজার নামে পরিচিত চাঁদপুর বড়স্টেশন মাছবাজারেও বেড়েছে ইলিশের আমদানি। মঙ্গল (২১ সেপ্টেম্বর) ও বুধবার (২২ সেপ্টেম্বর) এ বাজারে ইলিশ এসেছে প্রায় দুই হাজার মণ। তবে দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে দুই হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেওয়ায় ইলিশের দাম আপাতত কমছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

চাঁদপুর বড়স্টেশনের মৎস্য ব্যবসায়ী সাগর হোসেন বলেন, ভারতে মাছ রফতানির অনুমতি দেওয়ায় এলসির মাধ্যমে সে দেশে মাছ যাবে। ইতোমধ্যে চাঁদপুর মাছঘাট থেকে ব্যবসায়ীরা মাছ কেনা শুরু করেছেন। সে কারণে মাছের দাম তুলনামূলক বেশি।

তিনি বলেন, চাঁদপুর নদী অঞ্চলের ইলিশ খুব কম। তবে হাতিয়া ও কক্সবাজার অঞ্চল থেকে ইলিশের আমদানি বেড়েছে।

বাজারে বর্তমানে ৪০০-৭০০ গ্রামের উপকূলীয় ইলিশ প্রতি মণ ২০ হাজার থেকে ২২ হাজার টাকা (সর্বোচ্চ ৫৫০ টাকা কেজি), ৮০০-৯০০ গ্রামের ইলিশ প্রতি মণ ৩০ হাজার থেকে ৩৪ হাজার টাকায় (সর্বোচ্চ ৮৫০ টাকা কেজি) এবং এক কেজি থেকে দেড় কেজি ওজনের ইলিশ প্রতি মণ ৪২ হাজার থেকে ৪৪ হাজার টাকা (সর্বোচ্চ ১১০০ টাকা কেজি) বিক্রি হচ্ছে। 

তবে চাঁদপুর নদী অঞ্চলের প্রতি মণ ইলিশ আরও প্রায় পাঁচ হাজার টাকা বেশি দরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন আড়তের মালিকরা। 

চাঁদপুর বড় স্টেশন মাছ বাজারের ব্যবসায়ী আব্দুল আজিজ খান বলেন, গত বছর একই সময়ে এক কেজি সাইজের ইলিশ বিক্রি হয়েছে ৭০০ থেকে ৮০০ টাকা দরে। তবে এবার বেশি দামে বিক্রি হচ্ছে।

তিনি জানান, খুচরা বাজারে ৪০০-৫০০ গ্রাম ওজনের ইলিশের প্রতি কেজি ৬২৫ টাকা, ৬০০-৭০০ গ্রাম ওজনের প্রতি কেজি ৯২৫ টাকা, ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ ১০৫০ টাকা এবং এক কেজির ওপরের ইলিশ প্রতি কেজি ১২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

 বড়স্টেশন মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সবে বরাত সরকার বলেন, গত দুইদিন ধরে এখানকার বাজারে দেড় থেকে দুই হাজার মণ ইলিশের আমদানি হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে ৫২টি প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে সরকার। এ কারণে বাজারে ইলিশের আমদানি বাড়লেও দাম কমেনি। 

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক ড. আনিছুর রহমান বলেন, পুরো মাসের হয়তো ২৫ দিন বাজারে ইলিশ কম এসেছে, কিন্তু মাসের বাকি পাঁচদিনে যে পরিমাণ ইলিশ আসবে তা পুরো মাসের চাহিদা পূরণ করবে। ইলিশের ক্ষেত্রে এমনটিই হয়। কাজেই হতাশ হওয়ার কিছু নেই।

 তিনি আরও বলেন, এখন ইলিশের ভরা মৌসুম। তাই প্রচুর ইলিশ ধরা পড়তে শুরু করেছে। পুরো অক্টোবর এবং নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রচুর ইলিশ ধরা পড়বে বলে আশা করি।

উল্লেখ্য, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ২০ সেপ্টেম্বর ৫২ প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রফতানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিটি প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন করে মোট দুই হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়। এতে বলা হয়, ইলিশ মাছ রফতানি বিষয়ে প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করে শর্তসাপেক্ষে ৫২ প্রতিষ্ঠানকে নির্ধারিত পরিমাণ ইলিশ মাছ ভারতে রফতানির অনুমতি দেওয়া হলো। প্রতিটি প্রতিষ্ঠান ৪০ মেট্রিক টন ইলিশ রফতানির সুযোগ পাবে।  

 

/টিটি/

সম্পর্কিত

আমদানি কমার অজুহাতে বেড়েছে পেঁয়াজের দাম

আমদানি কমার অজুহাতে বেড়েছে পেঁয়াজের দাম

শেকলে বাঁধা অবস্থায় পুড়ে মৃত্যু 

শেকলে বাঁধা অবস্থায় পুড়ে মৃত্যু 

‘একাদশ নির্বাচনের মতো খেলা শুরু করলে কঠিন খেসারত দিতে হবে’

‘একাদশ নির্বাচনের মতো খেলা শুরু করলে কঠিন খেসারত দিতে হবে’

মাদ্রাসাছাত্রীকে অপহরণের দায়ে গ্রেফতার ৪

মাদ্রাসাছাত্রীকে অপহরণের দায়ে গ্রেফতার ৪

প্রতিপক্ষকে ফাঁসাতে ছেলেকে ৯ বছর লুকিয়ে রাখলেন বাবা-মা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৭

জমি নিয়ে বিরোধের জেরে নিজ ছেলেকে লুকিয়ে রেখে প্রতিপক্ষের বিরুদ্ধে অপহরণ মামলা করেন বাবা-মা। এ মামলায় তিন বছর কারাভোগ করেন আসামিরা। দীর্ঘ নয় বছর পর সেই ‘অপহৃত’ যুবককে উদ্ধার করেছেন মামলার আসামিরা।

সোমবার (২০ সেপ্টেম্বর) তারা খোঁজ পান, রাসেল নামের ওই যুবক ঢাকার রায়েরবাগ এলাকায় আত্মগোপনে আছেন। এরপর মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বরিশালের গৌরনদী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন তারা।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, অপহরণ মামলার বাদী রাসেলের মা মরিয়ম বেগম। তিনি গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের জালাল মৃধার স্ত্রী। মামলার প্রধান আসামি একই উপজেলার বাসুদেবপাড়া গ্রামের বাসিন্দা এস রহমান মৃধা। বাদীর স্বামীর সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধ ছিল।

রহমান মৃধা বলেন, মামলার পর থেকেই আমরা নিশ্চিত ছিলাম, মরিয়ম ও তার স্বামী জালাল নিজের ছেলেকে লুকিয়ে রেখে মিথ্যা মামলা করেছেন। কারণ, আমরা রাসেলকে অপহরণ করিনি। আমাদের স্বজন থেকে শুরু করে মরিয়মের ২-১ জন পরিচিত লোকের সঙ্গেও কথা বলি। সোমবার রাতে খবর আসে, ঢাকার রায়েরবাগ এলাকায় রাসেলকে দেখা গেছে। সঙ্গে সঙ্গে সেখানে লোক পাঠিয়ে এবং স্থানীয়দের সহায়তায় রাসেলকে আটক করে গৌরনদী এনে থানায় সোপর্দ করি।

তিনি আরও বলেন, মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফোরকান হাওলাদার ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এ মামলায় আমাদের দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে। তিন বছর পর জামিনে বের হই।

এ ব্যাপারে এসআই ফোরকান হাওলাদার বলেন, তখন যে অভিযোগপত্র দেওয়া হয়েছিল তা সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই দেওয়া হয়। আজ রাসেলকে আদালতে সোপর্দ করা হবে। এরপর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বাদী মরিয়ম বেগম ২০১২ সালের ৩ এপ্রিল আদালতে ১৪ জনকে আসামি করে অপহরণ মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, তাদের ১৪ বছরের সন্তান রাসেল মৃধাকে মারধরের পর অপহরণ করে আসামিরা।

/এসএইচ/

সম্পর্কিত

স্ত্রীকে হত্যার ৩ দিন পর ‌‌‘অনুতপ্ত’ স্বামীর আহাজারি

স্ত্রীকে হত্যার ৩ দিন পর ‌‌‘অনুতপ্ত’ স্বামীর আহাজারি

পুলিশের পিটুনিতে জেলের মৃত্যুর অভিযোগ, পৃথক তদন্ত কমিটি গঠন

পুলিশের পিটুনিতে জেলের মৃত্যুর অভিযোগ, পৃথক তদন্ত কমিটি গঠন

রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এহসানের রাগীবসহ ৪ ভাই

রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এহসানের রাগীবসহ ৪ ভাই

খালি হচ্ছে বরিশালের করোনা ওয়ার্ড

খালি হচ্ছে বরিশালের করোনা ওয়ার্ড

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১২:১৩

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন—কাজম আলী (৬৫) ও তার স্ত্রী জমেলা বেগম (৫০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি একটি নতুন ঘর নির্মাণ করেন কাজম আলী। নতুন ঘরের মেঝেতে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু হয়। পরে প্রতিবেশীরা ছুটে এসে বিদ্যুতের সুইচ বন্ধ করে তাদেরকে উদ্ধার করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর হয়েছে। তবে এ ব্যাপারে থানায় এখনও কেউ অভিযোগ করেনি।

/এসএইচ/

সম্পর্কিত

সৌদিতে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদিতে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

বিপুল পরিমাণ চোরাই ডিজেলসহ গ্রেফতার ১

বিপুল পরিমাণ চোরাই ডিজেলসহ গ্রেফতার ১

ধর্মঘটের ডাক দিলেও নারায়ণগঞ্জে চলছে ট্রাক-কাভার্ডভ্যান

ধর্মঘটের ডাক দিলেও নারায়ণগঞ্জে চলছে ট্রাক-কাভার্ডভ্যান

দুর্ঘটনার এক মাস পর সেই চিকিৎসকের মৃত্যু

দুর্ঘটনার এক মাস পর সেই চিকিৎসকের মৃত্যু

ঘরের আড়ায় ঝুলছিল মা, বিছানায় শিশুর লাশ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১২:২২

কুষ্টিয়ায় নিজ বাড়ি থেকে মা ও নয় মাসের শিশু সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার থানাপাড়া পুরাতন বাঁধ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

মৃতরা হলেন—আকলিমা খাতুন (৩৫) ও তার নয় মাস বয়সী ছেলে জিম। আকলিমা থানাপাড়া পুরাতন বাঁধ এলাকার মো. রতনের স্ত্রী।

স্থানীয়রা জানায়, গড়াই নদী সংলগ্ন থানাপাড়া পুরাতন বাঁধে আকলিমা ও রতনের বাস। পাশেই বাবা মাজেদ আলীর বাড়ি। রতনের বাড়িতে সংস্কার কাজ চলায় মঙ্গলবার রাতে বাবার বাড়িতে নয় মাসের সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোরে এলাকাবাসী ঘরে ঢুকে দেখেন, আকলিমা ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে ঝুলছে। পাশেই বিছানায় শিশু জিমের লাশ পড়ে আছে। তাৎক্ষনিক স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

আকলিমার বাবা মাজেদ মোল্লা জানান, আমাদের বাড়ির সবাই ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে উঠে দেখি আকলিমা গলায় ফাঁস দিয়ে ঝুঁলে আছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম জানান, বুধবার সকালে থানাপাড়া বাঁধের একটি বাড়ি থেকে আড়ায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় মা এবং বিছানায় পড়ে থাকা শিশুর লাশ উদ্ধার করা হয়। আকলিমা মানসিক ভারসাম্যহীন ছিলেন। 

তিনি আরও জানান, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী আত্মহত্যা করেছেন। তবে তদন্ত প্রতিবেদন পেলে সবকিছু নিশ্চিত হওয়া যাবে।

/এসএইচ/

সম্পর্কিত

আজান দেওয়ার সময় ঢলে পড়লেন মুয়াজ্জিন

আজান দেওয়ার সময় ঢলে পড়লেন মুয়াজ্জিন

বিদ্যালয় বন্ধের সুযোগে ৯২ ছাত্রীর বাল্যবিয়ে, হতাশ শিক্ষকরা

বিদ্যালয় বন্ধের সুযোগে ৯২ ছাত্রীর বাল্যবিয়ে, হতাশ শিক্ষকরা

‘ব্যাংক হিসাব তলব মানে সংবাদপত্রের স্বাধীনতায় ধমক’

‘ব্যাংক হিসাব তলব মানে সংবাদপত্রের স্বাধীনতায় ধমক’

ইভ্যালির রাসেলের বিরুদ্ধে যশোরে মামলা

ইভ্যালির রাসেলের বিরুদ্ধে যশোরে মামলা

সৌদিতে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১২:১৪

সৌদি আরবে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে তামজিরুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে দেশটির জিদান বিমানবন্দরে এ ঘটনা ঘটে। 

তামজিরুল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের কুর্শাপুর গ্রামের দুলাল উদ্দিনের ছেলে। ২০১৭ সালে সৌদি আরবে পাড়ি জমান তিনি। তার পাঁচ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

তামজিরুলের চাচাতো ভাই জহিরুল ইসলাম জানান, গত সোমবার সকালে বিমানবন্দরে কাজে যান তিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে বিমানবন্দরের পতাকা স্ট্যান্ডে পতাকা বাঁধতে ও লাইট সেট করতে বলে। তামজিরুল সেফটি বেল্ট বেঁধে স্ট্যান্ডে উঠে কাজ শুরু করেন। হঠাৎ বেল্ট ছিঁড়ে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

তিনি আরও জানান, তামজিরুল ইসলামের লাশ দেশে ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।

/এসএইচ/

সম্পর্কিত

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

স্ত্রীকে হত্যার ৩ দিন পর ‌‌‘অনুতপ্ত’ স্বামীর আহাজারি

স্ত্রীকে হত্যার ৩ দিন পর ‌‌‘অনুতপ্ত’ স্বামীর আহাজারি

জালিয়াতি করে ৭ লাখ টাকা উত্তোলনের ঘটনায় ব্যাংক ব্যবস্থাপক প্রত্যাহার

জালিয়াতি করে ৭ লাখ টাকা উত্তোলনের ঘটনায় ব্যাংক ব্যবস্থাপক প্রত্যাহার

কণ্ঠশিল্পী সালমার পার্কের উদ্বোধন

কণ্ঠশিল্পী সালমার পার্কের উদ্বোধন

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

রামেকের করোনা ইউনিটে ২২ দিনে ১৩৮ জনের মৃত্যু

রামেকের করোনা ইউনিটে ২২ দিনে ১৩৮ জনের মৃত্যু

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ৬ মাস পরেও থাকছে অ্যান্টিবডি

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ৬ মাস পরেও থাকছে অ্যান্টিবডি

করোনার টিকা বাসায় নিতে না দেওয়ায় টেকনোলজিস্টকে পিটিয়ে আহত

করোনার টিকা বাসায় নিতে না দেওয়ায় টেকনোলজিস্টকে পিটিয়ে আহত

ছাদের পিলারে ঝুলছিল দুই বোনের লাশ

ছাদের পিলারে ঝুলছিল দুই বোনের লাশ

ময়মনসিংহে মৃত্যু-শনাক্ত কমেছে

ময়মনসিংহে মৃত্যু-শনাক্ত কমেছে

চট্টগ্রামে সর্বনিম্ন শনাক্তের দিনে একজনের মৃত্যু

চট্টগ্রামে সর্বনিম্ন শনাক্তের দিনে একজনের মৃত্যু

রাজশাহী মেডিক্যালের করোনা ইউনিটে আরও ৪ মৃত্যু

রাজশাহী মেডিক্যালের করোনা ইউনিটে আরও ৪ মৃত্যু

সুনামগঞ্জ থেকে আন্তজেলা বাস চলাচল বন্ধ ঘোষণা

সুনামগঞ্জ থেকে আন্তজেলা বাস চলাচল বন্ধ ঘোষণা

লন্ডনে ছুরিকাঘাতে সিলেটের যুবক নিহত

লন্ডনে ছুরিকাঘাতে সিলেটের যুবক নিহত

প্রাইভেট কার-পিকআপ সংঘর্ষে দাদা-নাতি নিহত

প্রাইভেট কার-পিকআপ সংঘর্ষে দাদা-নাতি নিহত

সর্বশেষ

হাইকোর্টে ফেনীর সেই ওসি মোয়াজ্জেমের জামিন আবেদন

হাইকোর্টে ফেনীর সেই ওসি মোয়াজ্জেমের জামিন আবেদন

রফতানির খবরে ইলিশের কেজি ৮৫০ টাকা 

রফতানির খবরে ইলিশের কেজি ৮৫০ টাকা 

ডেঙ্গু নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি: মেয়র তাপস

ডেঙ্গু নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি: মেয়র তাপস

প্রতিপক্ষকে ফাঁসাতে ছেলেকে ৯ বছর লুকিয়ে রাখলেন বাবা-মা

প্রতিপক্ষকে ফাঁসাতে ছেলেকে ৯ বছর লুকিয়ে রাখলেন বাবা-মা

থেমে থাকা লড়ির সঙ্গে দ্রুতগামী পিকআপের ধাক্কা, নিহত ১ 

থেমে থাকা লড়ির সঙ্গে দ্রুতগামী পিকআপের ধাক্কা, নিহত ১ 

© 2021 Bangla Tribune