আগামী মাসের (অক্টোবর) মাঝামাঝি সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) খুলে দেওয়া হবে। এ ব্যাপারে পরিকল্পনা করা হচ্ছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু।
তিনি বলেন, আগামী মাসের মাঝামাঝি সময়ে বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা চলছে। তবে এই সময়ের মধ্যে সব শিক্ষার্থীকে কমপক্ষে প্রথম ডোজ করোনার টিকা নিতে হবে। যেসব শিক্ষার্থী এখনও সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকার নিবন্ধন রেজিস্ট্রেশন করেনি, তাদেরকে আগামী ২৭-২৮ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই করতে হবে। কোনও শিক্ষার্থী যদি বাইরে থেকে টিকা নিতে না পারে, তাহলে তাদের জন্য বিশ্ববিদ্যালয়ে টিকার ব্যবস্থা করা হবে।
রাবি উপাচার্য আরও বলেন, যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তারা যেন জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে নিবন্ধন করতে পারে সে বিষয়টি ভাবা হচ্ছে।
এদিকে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক ভার্চুয়াল বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী সবাইকে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে গিয়েও টিকা নিতে পারবে।
তিনি আরও বলেন, সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়ে ২৭ সেপ্টেম্বরের পরে যেকোনও দিন বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারবে।