X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ছেলেদের কাছে মায়ের ভিডিও পাঠিয়ে টাকা আদায়

সিলেট প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২১, ২০:০৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৭

সিলেটের কানাইঘাটে আগতালুক গ্রামের চার সন্তানের জননীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। এছাড়া ভিডিও ধারণ করে পঞ্চাশোর্ধ্ব ওই নারীর প্রবাসী দুই ছেলের কাছে পাঠিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে তারা। তবে এক লাখ টাকা দিলেও ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় অভিযুক্তরা।

এ ঘটনায় সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে ওই নারী বাদী হয়ে কানাইঘাট থানায় চার জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন।’

মামলার আসামিরা হলো, কানাইঘাটের আগতালুক গ্রামের আব্দুল্লাহ (৩৮), আব্দুল্লাহ (২৭), জব্বার (২২) ও সাইদুল্লাহ (২৭)।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘ওই নারীর স্বামী মারা গেছেন। তার চার সন্তানের মধ্যে দুই জন দুবাই প্রবাসী। দুই মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন। বাড়িতে একা থাকতেন। এ সুযোগে ওই নারীর ওপর ভয়ংকর নির্যাতন চালায় প্রতিবেশী চার যুবক। রাতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে যৌন হয়রানি এবং এর ভিডিও ধারণ করে। সেই ভিডিও প্রবাসী ছেলেদের কাছে পাঠিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। মূলত ছেলেদের কাছ থেকে টাকা নিতেই তারা এটা করেছে। থানায় মামলা হয়েছে। পুলিশ তাদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘গত ২৩ আগস্ট রাতে ঘটনাটি ঘটলে সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকালে একাধিক আইডি থেকে সাড়ে চার মিনিটের ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় সোমবার রাতে ওই নারী বাদী হয়ে কানাইঘাট থানায় চার জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন।’

ভিডিওতে দেখা যায়, চার যুবক ওই নারীকে টানাহেঁচড়া করছে। এ সময় ওই নারী নিজেকে মুক্ত করতে বারবার হাতজোড় করে আকুতি করছেন। কান্নাকাটি করে অনুনয় করছেন। তবে তার অনুনয়ে হাসিঠাট্টা করে চার যুবক।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, এপিবিএন সদস্যসহ গ্রেফতার ৭
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি