X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সব শিক্ষার্থীকে টিকা নিতে হবে: শাবি উপাচার্য

নাজমুল হুদা, শাবি প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:১৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, আবাসিক হলে উঠতে হলে অবশ্যই সব শিক্ষার্থীকে টিকা নিতে হবে। যারা টিকার জন্য রেজিস্ট্রেশন করেনি তাদের আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে সুরক্ষা অ্যাপ কিংবা ওয়েবসাইটে টিকার জন্য রেজিস্ট্রেশন করতে হবে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন উপাচার্য। উপাচার্য বলেন, আমরা আবাসিক হলসমূহ খুলে দিতে সার্বিক প্রস্তুতি নিয়েছি। আগামী অক্টোবরের মাঝামাঝিতে আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে। তবে শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান করতে হলে অবশ্যই টিকা নিতে হবে। আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে টিকার জন্য সুরক্ষা অ্যাপ কিংবা ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। যাদের ভোটার আইডি কার্ড নেই তাদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করছি। আগামী বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি লিংক দেওয়া হবে। যাতে যাদের ভোটার আইডি নেই তারা তথ্য দিয়ে পরবর্তীতে সুরক্ষা অ্যাপ কিংবা ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে। 

টিকা নেওয়ার বিষয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ইতোমধ্যে দুই ডোজ টিকা নিয়েছে। অনেকে এক ডোজ নিয়েছে, অনেকে রেজিস্ট্রেশন করেছে। কিন্তু টিকা পায়নি। আবার অনেক শিক্ষার্থী টিকার জন্য রেজিস্ট্রেশন করেনি। এরই পরিপ্রেক্ষিতে আমরা শিক্ষার্থীদের ‘টিকা দিয়েছে, টিকা দেয়নি এবং রেজিস্ট্রিশন করেছে’ ক্যাটাগরি করে টিকার ব্যবস্থা করবো। এ ছাড়া রেজিস্ট্রেশন করে যারা টিকার মেসেজ পায়নি তাদের জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে।

‘প্রয়োজনে ক্যাম্পাসে টিকা প্রদানের বুথ বসানো হবে’ উল্লেখ করে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের টিকা নিশ্চিতকরণের জন্য প্রয়োজনে ক্যাম্পাসে টিকার বুথ বসানো হবে। এখানে যারা টিকা নিতে পারেনি তাদের টিকা প্রদানের ব্যবস্থা করা হবে। 

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে উঠতে হলে ছাত্রত্ব ও হলের বৈধতা থাকতে হবে উল্লেখ করে উপাচার্য বলেন, যাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে কিংবা আবাসিক হলে যাদের বৈধতা নেই, তাদের হলে থাকার সুযোগ দেওয়া হবে না।

‘ক্যাম্পাস আগামী মাসে খুলে দিতে প্রস্তুত রয়েছি’ জানিয়ে উপাচার্য বলেন, আমরা ক্যাম্পাস খুলে দিতে প্রস্তুত। সরকার থেকে নির্দেশনা এলেই আবাসিক হল ও ক্যাম্পাস খুলে দেবো। তবে বিশ্ববিদ্যালয়ের সেশনজট দূর করতে অনার্স শেষবর্ষ ও মাস্টার্সের সব ক্লাস-পরীক্ষা সশরীরে শেষ করার পাশাপাশি ১ম, ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা অনলাইনে চলমান রেখেছি। আশা করি, ক্যাম্পাস খুললে সেশনজট থাকবে না।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট যারা এখনও টিকা নেননি কিংবা টিকার রেজিস্ট্রেশন করেননি তাদেরও ২৭ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।

/এএম/
সম্পর্কিত
করোনা শনাক্তের হার ৮ শতাংশ ছাড়ালো
দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত
দ্রুত করোনার টিকা দেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’