X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ীও জেতাতে পারেনি পিএসজিকে

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৫

প্রথমবারের মতো মেসি-নেইমার-এমবাপ্পে প্যারিস সেন্ত জার্মেইর মূল একাদশে। বিশ্ব সেরা তিন ফুটবলার এক সঙ্গে খেলেও পিএসজিকে জেতাতে পারেনি! উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ‘এ’ গ্রুপে প্রথম ম্যাচ খেলতে নেমেই হোঁচট খেতে হয়েছে মাওরিসিওি পচেত্তিনোর দলকে। বেলজিয়ান ক্লাব ব্রুজ ১-১ গোলে রুখে দিয়েছে তারকায় ঠাঁসা পিএসজিকে।

ইয়ান ব্রেডেল স্টেডিয়ামে বল দখলে বেশ এগিয়ে পিএসজি। আক্রমণও হয়েছে। তবে নিজেদের মাঠে গ্যালারি ভর্তি দর্শকের সামনে ব্রুজরা পাল্টা জবাব দিয়েছে। শুরুতে পিএসজি গোল করলেও সমতায় ফিরতে সময় বেশি সময় নেয়নি স্বাগতিকরা।

ম্যাচে ঘড়ির ১৫ মিনিটে পিএসজি প্রথম এগিয়ে যায়। বা প্রান্ত থেকে এক ডিফেন্ডারকে কাটিয়ে এমবাপ্পের দারুণ নিচু ক্রসে আন্দের হেরেরা বক্সের ভেতরে থেকে পা চালিয়ে দিয়েছেন অনায়াসে।

২৭ মিনিটে ক্লাব ব্রুজ সমতায় ফেরে। সবলের মাপা নিচু ক্রসে ভানাকেন প্লেসিং করে দিয়ে সমর্থকদের মুখে হাসি ফোঁটান।

দুই মিনিট পর পিএসজির হয়ে এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ খেলা লিওনেল মেসি গোল পেতে পারতেন। বক্সের প্রান্ত থেকে এই ফরোয়ার্ডের জোরালো শট ক্রস বারে লেগে ফিরে আসলে হতাশই হতে হয়।

এরপর শুধুই ব্রুজদের আধিপত্য। অন্তত তিনটি গোলের আক্রমণ হয়েছে। দুর্ভাগ্য তাদের। গোল ব্যবধান বাড়ানো যায়নি।

৩৩ মিনিটে ব্রুজের ভানাকানের ফ্রি-কিক গোলকিপার নাভাস বা দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন। ৩৮ মিনিটে কেটেলারে বক্সে ঢুকে শট নিয়েছিলেন,গোলকিপার হাত উচিয়ে কোনমতো রক্ষা করেন।

৪৪ মিনিটে ব্রুজদের কেটেলারের ক্রসে পা ছোঁয়াতে পারেননি ভানাকান।

বিরতির পরও পিএসজির বিপক্ষে লড়াই করেছে ব্রুজরা। পাল্টা-পাল্টি আক্রমণ হয়েছে।

৪৯ মিনিটে ব্রজের হেন্ড্রির প্রচেষ্টা এক ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়।

দুই মিনিট পর এমবাপ্পের জায়গায় ইকার্দি মাঠে নামেন। ৫৩ মিনিটে এই আর্জেন্টাইন সুযোগ পেয়েও লক্ষ্যে শট নিতে পারেননি। তার আগেই এক ডিফেন্ডার ক্লিয়ার করেন।

৭০ মিনিটে মেসির শট গোলকিপার প্রতিহত করেন। দুই মিনিট পর ফাউল করে হলুদ কার্ড দেখেন মেসি। ৭৪ মিনিটে ব্রুজের ল্যাংয়ের ভলি পোস্টের বাইরে দিয়ে গেলে আবারও গোল বঞ্চিত থাকতে হয়েছে।

শেষের দিকে মেসি ও ইকার্দির প্রচেষ্টা চালিয়েও পিএসজিকে জেতাতে পারেনি।

চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই পয়েন্ট হারাতে হলো অন্যতম ধনী এই ক্লাবটিকে। পিএসজির সঙ্গে ড্র করে মাঠ ছাড়াটাও ব্রুজদের জন্য অনেক কিছু।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
পিএসজিকে সামলানো কঠিন ছিল মেসির পক্ষেও!
মেসিদের মায়ামিকে অবহেলা করছেন না পিএসজি কোচ
হাল্যান্ডের ৩০০ গোল, পেছনে ফেলেছেন মেসি-রোনালদোকেও 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!