X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ডাকাতি করতো স্বামী, স্বর্ণ বিক্রি করতো স্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫১

বিভিন্ন সময় ডাকাতি করা স্বর্ণ স্ত্রী শাহানা আক্তারের কাছে রাখতো আনোয়ার দেওয়ান। পরবর্তীতে স্ত্রীর সেসব স্বর্ণ বাজারে বিক্রি করতো। রাজধানী এবং আশুলিয়ার বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় তদন্ত করতে গিয়ে এসব তথ্য জানতে পারে সিআইডি। ঢাকায় কার্যক্রমে জড়িত এবং ডাকাতি স্বর্ণ বিক্রির অভিযোগে শাহানা আক্তারকে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মধ্যবাড্ডায় গুলশান লিংক রোড এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

মালিবাগে সিআইডি সদর দফতরে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

তিনি বলেন, গ্রেফতারকৃত শাহানা আক্তারের কাছে তার স্বামী আনোয়ার দেওয়ান বিভিন্ন সময়ে ডাকাতি করা স্বর্ণ এনে রাখবো। আনোয়ার দেওয়ানকে আমরা এখনও গ্রেফতার করতে পারিনি । তাকে গ্রেফতারে অভিযান চলছে। এই চক্রটি ঢাকা জেলার আশুলিয়া থানার ঢাকা-আরিচা মহাসড়কের নয়া হাট বাজারে ১৯টি স্বর্ণের দোকানে লুট করে। এসময় স্বর্ণ ও রুপার অলঙ্কার এবং নগদ এক কোটির বেশি টাকা ডাকাতি করে নিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শাহানা আক্তার জানিয়েছে, আনোয়ার দেওয়ান আন্তঃজেলা ডাকাত দলের নেতা। দীর্ঘদিন ধরে সে তার দলের অন্যান্য সদস্যদের নিয়ে দেশের বিভিন্ন স্থানে টাকা স্বর্ণ ও মূল্যবান সামগ্রী ডাকাতি করে আসছে। ডাকাতির লুণ্ঠন হওয়া মূল্যবান সামগ্রী তার স্বামী আনোয়ার দেওয়ান তার কাছে এনে জমা রাখতো। এখন সময় সুযোগ বুঝে সে বিভিন্ন জায়গায় বিক্রি। ডাকাতি হওয়া স্বর্ণালঙ্কার কোথায় বিক্রি করতো এ বিষয়গুলো খতিয়ে দেখছে সিআইডি। আর কারা এই ঘটনায় জড়িত রয়েছে সে বিষয়েও তদন্ত চলছে, এবং অভিযান পরিচালনা করা হচ্ছে।

/আরটি/এমআর/
সম্পর্কিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
সর্বশেষ খবর
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি