X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কর্তৃপক্ষের ‘অবহেলায়’ সন্তানের মৃত্যু, বিচারের দাবিতে ঘুরছেন বাবা

রিয়াদ তালুকদার
২১ সেপ্টেম্বর ২০২১, ০৯:০০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪২

১১ মাসের শিশু সন্তান আব্দুল্লাহ আল আজানকে নিয়ে রাজধানীর কেয়ার মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে তালুকাটা অপারেশন করাতে যান আব্দুল্লাহ আল সায়েম। গত ২১ আগস্ট হাসপাতালটিতে আজানকে ভর্তি করা হয়। এরপর শিশু-কিশোর প্লাস্টিক ও লেজার সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার অধ্যাপক বি কে দাস বিজয় ২২ আগস্ট আজানের অপারেশন করেন। অপারেশনের পর থেকেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরবর্তীতে বেশ কয়েকবার শরণাপন্ন হলেও সাড়া মেলেনি হাসপাতালটির চিকিৎসক ও সংশ্লিষ্টদের।

এমন অভিযোগ করে আব্দুল্লাহ আল সায়েম বলেন, চিকিৎসকের গাফিলতি ও হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে মারা গেছে আজান। এমনকি শিশুটির ডেথ সার্টিফিকেটেও জালিয়াতি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ, দাবি সায়েমের।

আজানের মৃত্যুর পর থেকেই আব্দুল্লাহ আল সায়েমের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শয্যাশায়ী শিশুটির মা। সন্তান হারিয়ে বিচারের দাবিতে এখন দ্বারে দ্বারে ঘুরছেন বাবা সায়েম।

বাংলা ট্রিবিউনকে সায়েম বলেন, আমার সন্তান মারা যাওয়ার পেছনে রাজধানীর কলেজ গেটের কেয়ার মেডিক্যালের চিকিৎসকসহ হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী। তাদের গাফিলতিতে আমার ছেলেকে হারিয়েছি। ১১ মাসের ফুটফুটে সন্তানের হাসিমুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। কী যে কষ্ট, যন্ত্রণা ভাষায় প্রকাশ করা যাবে না। এ যন্ত্রণা নিয়ে বাকি জীবন কাটাতে হবে।

তিনি বলেন, আমার বাচ্চাকে ২১ আগস্ট হাসপাতালে ভর্তি করানো হয়। পরের দিন সে মারা যায়। ডেট সার্টিফিকেট দেওয়াকে কেন্দ্র করে মিথ্যা ও জালিয়াতির আশ্রয় নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমার বাচ্চাকে ভর্তি দেখানো হয়েছে ২২ আগস্ট, যা একেবারেই মিথ্যা।

এরইমধ্যে চিকিৎসকের গাফিলতি ও অবহেলার কথা উল্লেখ করে সন্তান হত্যার বিচারের দাবিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, ঢাকা সিভিল সার্জন কার্যালয়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার বরাবর অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আব্দুল্লাহ আল সায়েম।

অভিযোগে তিনি সন্তানের মৃত্যুর ঘটনায় সার্জারির পর ডিউটি ডাক্তারের অনুপস্থিতি, অপারেশনের পর ডাক্তারের অবহেলা, নার্সের ভুল নির্দেশনা, ডাক্তারের গাফিলতিতে রক্তক্ষরণ বন্ধ না হওয়া, ডেথ সার্টিফিকেট মিথ্যা তথ্য দেওয়া, অদক্ষ লোক দিয়ে প্যাথলজি পরিচালনা করা- এসব বিষয় উল্লেখ করেন।

এ বিষয়ে আব্দুল্লাহ আল সায়েম বলেন, অভিযোগ করার পর হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক আমার সঙ্গে বিষয়টি সুরাহা করতে প্রতিনিয়ত চাপ দিয়ে যাচ্ছে। তারা কি পারবে আমার বাচ্চাকে আমার কোলে ফিরিয়ে দিয়ে বিষয়টি সমাধান করতে?

এ বিষয়ে জানতে ডাক্তার বি কে দাস বিজয়ের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, এরইমধ্যে শিশুটির বাবা (আব্দুল্লাহ আল সায়েম) স্বাস্থ্য অধিদফতরসহ বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করেছেন। সেখান থেকে বিষয়গুলো তদন্ত হচ্ছে। তদন্তে যেসব বিষয় উঠে আসবে, সে অনুযায়ী যদি কোনও শাস্তির আওতায় আনা হয়; তাহলে মাথা পেতে নেবো।

চিকিৎসাসেবা কিংবা চিকিৎসকের গাফিলতি ছিল কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আর কিছু বলতে চাই না।

এদিকে চিকিৎসকদের গাফিলতি ও অবহেলার কারণে শিশুমৃত্যুর ঘটনায় ঢাকা সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া একটি অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ফরিদ হোসেন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, রাজধানীর কলেজ গেটের কেয়ার মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে গাফিলতির অভিযোগে ১১ মাসের এক শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে তাদেরকে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!